...

10 views

#আরো একবার শিশু হতে চাই
#WritcoPoemPrompt58
দূরের ঐ আকাশটা হাতছানি দিয়ে ডাকে আমায়,
পুরোনো সে দিনগুলো বারবার মনে করায়।
মনের মাঝে তখন একটাই আব্দার স্থান পায় —
আমি আরো একবার শিশু হতে চাই।


রৌদ্র কিংবা মেঘলা, বৃষ্টি হোক বা না হোক,
তাতে আমার যায় আসে না; আমার শুধু একটাই শোক,
জীবনের লক্ষ্যও একটাই হায় —
আমি আরো একবার শিশু হতে চাই।


যতই হোক নাম-ডাক, যেমনই করি কাজ;
আমার ইচ্ছা যে তবু সরতে নারাজ,
সে শুধু তার পিছে ধায়,
আমি আরো একবার শিশু হতে চাই।


জানি না সত্য, জানি না মিথ্যা,
জানি না কি বা সময়যাত্রা।
আমার মনটা শুধু অতিতে যেতে চায়,
সে যে আরো একবার শিশু হতে চায়!


হাওয়ার দোলা কিংবা ঘরের মৃদু আলোয় হোক;
এসবই আমার হাসি-কান্নার স্মৃতির বাহক।
তারাও যেন একই স্বপ্ন দেখে যায়,
আমি, আরো একবার শিশু হতে চাই।


জানি, অনেক পথ চলা বাকি,
তবে জানি না এ চাওয়া উচ্ছৃঙ্খলা নাকি।
স্মৃতি খুশিতেও কাঁদায়, দুঃখেও কাঁদায়,
তবুও আমি আমার স্মৃতিকে বাস্তবে পেতে চাই।


আমি আবার ফেলে আসা ক্লাসরুমে ফিরতে চাই,
আমি আবার রাস্তার কাদা মাখতে চাই,
আমি আবার সবে বেরোনো চারাগাছ হতে চাই,
আমি আবার শিশু হতে চাই।


© Shreya Dey