...

1 views

চাঁদ ও মানব জীবন

© প্রিয়রঞ্জন মন্ডল

সন্ধ্যেবেলায় বসে আছি ছাদে।
তাকিয়ে রয়েছি চাঁদে।
প্রথমা তিথিতে সে এক ফালি,
আবার চতুর্দশীতে সে প্রায় পূর্ণ।
অমাবস্যার পরে সে জীর্ণ,
পূর্ণিমা এলে কিরণে পরিপূর্ণ।
এ যেন মানব জীবনেরই কাব্য।
কখনো পূর্ণ,
কখনো বা শূন্য।।