...

1 views

মাছের মতো জীবন চাই
একটা মাছের মত জীবন চাই,
আমার চোখের জল গোপন হয়ে যাবে সহজেই ।
সহজেই গোপন করতে পারবো জীবন।
মৃত মাছের চোখে আমি কখনো কান্না দেখি না।
দেখি স্বপ্ন ময় গভীরতা।
যেনো যাচ্ছে হেসে, কাউকে ভালোবেসে।
যদিও আমারো কাউকে ভালো বাসা হলো না।
হতে পারলাম কারো গোপন যন্ত্রণা।
কত লিখে কবিতা,
কাছের মানুষে হতে পারলাম না প্রিয়ার।
আমি চেয়েছিলাম হতে শুধু তার।
আমি বাঁচতে চেয়েছিলাম, তার হাসিতে,
শত অভিমানে , চোখের জলের কারনে।
সবকিছু বিনিময়ে, আমি চেয়েছিলাম থাকতে তার আশ্রয়ে,
মাছের মৃত্যু কি অভিযোগ হীন?
ভালোবাসার হীন পৃথিবীতে
মাছের মতো করছি শুরু সংসারে জালে ছটফট।
ভালোথাকার প্রলোভনের বড়শিতে ঝুলে অপেক্ষায়।
প্রিয়া করেছে অভিনয়, কখনো ভালোবাসে নি আমায়।
কখনো বড় মাছের খাদ্য হয়ে , গেছি হারিয়ে।
তবুও মাছের মতো জীবন পেলাম না।
লুকানো হলো না গোপন যন্ত্রণা।
© Manab Mondal