...

16 views

একটি বেদনা
আজ কোন বারতা নেই
বিষূব রেখা বেয়ে-
সূর্য কতবার গেছে চাঁদের বাসরে

আমি এখনো ব্যস্ত
এবং এই একটি বেদনা ই
মহা সমুদ্রের ঢেউয়ের মতো
আছড়ে পড়ে শীর্ণকায় বুকে।

আশেপাশে নৈমিত্তিক উচ্ছাস
কচি ঘাস, থুত্থুরে বট
আগুন আর ঝরো হাওয়া

স্বর্গের আবাসিক পল্লীতে
হুর পরীদের একান্ত নাচঘর
নাপাকি দুনিয়ার ঈগল
অনুপ্রবেশের ডানা ঝাপটায়।।
© Akbar husen2