...

2 views

ভালোবাসার স্মৃতি লেখায়:- উল্লাস পাল
আজ থেকে বেশ কয়েক বছর পর
তুমি হবে অন্য কারোর ঘর;
হবে পৃথক,
তোমার আমার গন্তব্যে যাওয়ার পথ।
বহুবছর পর ফের হয়তো হবে দেখা,
মাঝে থাকবে বহু বাধা;
ব্যস্ত শহরের ভীড়ে,
আর হবে না বলা মনের জমানো কথা!
বিচ্ছেদের যে সন্ধ্যায়
অশ্রুসিক্ত হয়েছিল নয়ন,
আজ সেই চোখে
অন্যের ভালোবাসার সাতকাহন।
হাঁটবে তুমি অন্যের হাত ধরে,
আমিও হাঁটবো তোমার বিপরীতে;
কাটানো মুহূর্তগুলো আস্কারা পেয়ে...
হয়তো একফোঁটা অশ্রু ঝরাবে।
একটিবার হয়তো ঘুরে তাকাবে তুমিও,
আমিও তাকাবো হয়তো;
কথাগুলো অপ্রকাশিত থাকবে যদিও,
মধ্যরাতে অশ্রুবৃষ্টি হবে অবিরত!
করেছি নিজেকে শক্ত করার লড়াই,
অনেকটাই ভুলে গিয়েছি তোমায়;
তবুও বিশেষ দিনে স্মৃতিগুলো,
তাড়া করে আমায়।
তুমি থেকো সুখী হয়ে,
অন্যের ভালোবাসা পেয়ে;
আমি এখন বেশ আছি,
একলা নিস্তব্ধতাকে সঙ্গী করে....

-লেখায়ঃ- উল্লাস পাল