...

4 views

শ্রেষ্ঠ ধর্ম মনুষ্যত্ব
'তুমি হিন্দু না মুসলমান' ওরা জিজ্ঞাসিল মোরে;
'আমি মানুষ' কহিলাম আমি ওদের, উচ্চ স্বরে।
ওরা কহিল অসন্তুষ্ট হইয়া, ওহে মশাই-
মানুষ তো দেখিতেছি, তোমার ধর্ম জানিতে চাই।
ধর্ম আমার মনুষ্যত্ব, স্বগর্ভে কহিলাম আমি;
মানবিকতাই শ্রেষ্ঠ ধর্ম আমি তাহাই জানি।
ওরা কহে, নাস্তিক এ তো! অধর্মী, ধর্ম বিনষ্টকারী
এসো ভাই সকলে, এই অধর্মীকে আগে বধ করি!
জিজ্ঞাসিলাম আমি, কে কহিল হে আমি নাস্তিক ?
মনুষ্যত্ব মানবতা বিসর্জন দিয়া কি হইতে হয় ধার্মিক!
কে...