...

3 views

যেদিন দেখা হবে
তোমার সাথে হঠাৎ করেই করবো দেখা,
আকাশ সেদিন ভীষণতর মেঘলা হবে…
থাকবে তুমি হোয়াটসঅ্যাপের সবুজ চ্যাটে,
জানলা পাশে ভাববে সব আজ ভেস্তে যাবে ।

বৃষ্টি নেই,
তবু মেঘের গরজ তুমুল আছে;
মাতাল বাতাস মাটির সুবাস ছড়িয়ে দিলো,
পাশের বাড়ির ছাদে মেলা লাল শাড়িটা,
নিরুদ্দেশের চিঠির খামে হারিয়ে গেলো ।

তবুও তুমি আসবে ঠিকই
এলোচুলে, শাড়ির আঁচল...