...

25 views

ছড়া
সোনাকানি ময়না

-মোঃ আতাউল করিম

সোনাকানি ময়না আমি
থাকি বন-জঙ্গলে,
হঠাৎ একদিন বন্দি হয়ে
শিকারীর কবলে।

হাঁটে গিয়ে বিক্রি হলাম
নতুন ঠিকানায়,
বাহির পানে চেয়ে দেখি
একলা নিরালায়।

সঙ্গী ছেড়ে বন্ধু হল
মানুষ ক'জনা,
সকাল বিকাল এদের চলে
কথা বলার বায়না।

নিজের কথার নকল সুর
আমার মুখে শুনে,
এই দেখে ছোট্ট শিশু
আমায় ধরে টেনে।

উফ্ আমি বলছি ছাড়
যাবো নাকি মরে?
খাঁচার দরজা খুলে গেলে
আমি যাই উড়ে।

@Ataul_karim✍🏾

© All Rights Reserved