...

1 views

অমর একুশ


অমর একুশে ভুলিবো কেমনে,
যেথা হইতে তাহার আগমন...
মাতৃভাষা না শহীদ দিবস,
রক্তে রাঙানো সেই ক্ষণ।

ভুলিবো কেমনে ১৯৫২ সালের
ফেলে আসা সেই দিনে,
মাতৃভাষার জয়গান গেয়ে...
প্রাণ বলিদান গুলিবর্ষণে।

সমাবেশ ঘিরিয়া মানুষের ধ্বনি...
বাংলার গুনগানে,
শফিউল, রফিক, বারকত, সালাম
সবাই ছিল সেই ক্ষণে।

শত যুবকের রক্ত ক্ষয়ে,
অমর হইল এই দিন,
ছেলেহারা যত মায়ের অশ্রু ঝরে,
কি করে ভুলিবো শোধিতে সেই ঋণ ?

-bivas


© All Rights Reserved