...

1 views

ছাত্র জীবন ( Student Life)

ছাত্র জীবন হলো সেই জীবন যেখানে গঠনকার্য চলে, অর্থা়ৎ নিজেকে তৈরি করতে হয়। কিন্তু বর্তমান ছাত্র জীবনে আছে কেবল অবহেলা। চোখের সামনে কিভাবে যে ছাত্র রা নষ্ট হচ্ছে তা ভাবলেও দুঃখ্য লাগে। ছাত্র জীবনের মাহাত্ম সবাই বুধতে পারে না। চলুন ছাত্র জীবনের মাহাত্ম কিছুটা হলেও বুঝে নেওয়া যাক।

প্রশ্ন: ছাত্র জীবন কেন গঠন করার জীবন ?

উঃ- আমাদের বাড়ির ক্ষেত্রে যা দেখা যায় তা হলো বাড়ির ভিত শক্ত এবং মজবুত হলে সেই বাড়ি দীর্ঘস্থায়ী হয়। আমাদের ছাত্র জীবনটাও একটা বাড়ির ভিত অর্থাৎ আমাদের জীবনের ভিত। তাই ছাত্র জীবনে গঠন করতে হয়।

প্রশ্ন: ছাত্র জীবনের অবহেলা থেকে মুক্তির উপায়?

উঃ- ***যম***(Domes):
১) সত্যবাদিতা অর্থাৎ সর্বদা সত্য কথা বলতে হবে।
২) অহিংসা অর্থাৎ হিংসা করা যাবে না।
৩) অচৌর্য অর্থাৎ না বলে কারোর দ্রব্যে হাত দেবে না।
৪) ব্রহ্মচৌর্য অর্থাৎ মনে খারাপ চিন্তা আনা যাবে না।
৫) অপরিগ্রহ অর্থাৎ কারোর কাছ থেকে কিছু পাবার আশা করবে না।
***নিয়ম***(Rule):
১) সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
২) অল্প কিছুতেই সন্তুষ্ট থাকতে হবে।
৩) প্রতিদিন কোনো মহান ব্যাক্তির জীবনি একটু করে পড়তে হবে।
৪) কঠোর ও গভীর তপস্যা / ধ্যান করতে হবে।
৫) কখনও বিশ্বাস হারালে চলবে না।

উপরিউক্ত ৫টি যম(Domes) এবং ৫টি নিয়ম (Rules) সর্বদা পালনের মধ্য দিয়ে অবহেলিত ছাত্র জীবন পরিবর্তন করা সম্ভব।
© All Rights Reserved