" বিকল্প প্রেম!! "
-" দাদু, ও দাদু ,দেখছো বাইরে কতো সুন্দর বৃষ্টি হচ্ছে..." - যামিনী বলে উঠলো।
সত্যি বাইরে বেশ জোরেই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে সামনের ঐই পুকুর পাড়টা দেখতে খুব সুন্দর লাগছে, আশেপাশের গাছপাতা গুলো যেন আনন্দে হেসে চলেছে,তবে আজও যেন আমার মনের মতো প্রকৃতিও সেই হাসির জায়গায় কেঁদে চলেছে অনবরত, নিজের মনকে হালকা করার জন্য....
-"ও দাদু ,শুনতে পারছো কি......ডাকছি তো তোমায়...."
হঠাৎ যামিনীর ডাকে চমক ভাগলো আমার,বললাম:
-"হ্যাঁ,মা বলো,কি হয়েছে?.."
-" দেখো না....কতো জোরে বৃষ্টি পড়ছে....এরম আবহাওয়ায় চা-পকড়ার সাথে যদি একটা গল্প হয়ে যায়,তাহলে তো মজাই এসে যায়......"
-" বাবা রে,তোর আবদার তো কম নয়...."- বলে উঠলাম আমি।
-" হ্যাঁ তো কি....এরম বলার কি আছে,ঠিকই তো বলেছি..."- একটু হেসেই বলে উঠলো।
সত্যি একদম তার দিদার মতই হয়েছে যামিনী, শান্তশিষ্ট তো ছাড়োই, বিশাল ধুরন্ধর....তবে আজ যদি সে বেচেঁ থাকতো.....
হঠাৎ চোখে জল চলে এলো....
-"ও দাদু,তুমি কি...
সত্যি বাইরে বেশ জোরেই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে সামনের ঐই পুকুর পাড়টা দেখতে খুব সুন্দর লাগছে, আশেপাশের গাছপাতা গুলো যেন আনন্দে হেসে চলেছে,তবে আজও যেন আমার মনের মতো প্রকৃতিও সেই হাসির জায়গায় কেঁদে চলেছে অনবরত, নিজের মনকে হালকা করার জন্য....
-"ও দাদু ,শুনতে পারছো কি......ডাকছি তো তোমায়...."
হঠাৎ যামিনীর ডাকে চমক ভাগলো আমার,বললাম:
-"হ্যাঁ,মা বলো,কি হয়েছে?.."
-" দেখো না....কতো জোরে বৃষ্টি পড়ছে....এরম আবহাওয়ায় চা-পকড়ার সাথে যদি একটা গল্প হয়ে যায়,তাহলে তো মজাই এসে যায়......"
-" বাবা রে,তোর আবদার তো কম নয়...."- বলে উঠলাম আমি।
-" হ্যাঁ তো কি....এরম বলার কি আছে,ঠিকই তো বলেছি..."- একটু হেসেই বলে উঠলো।
সত্যি একদম তার দিদার মতই হয়েছে যামিনী, শান্তশিষ্ট তো ছাড়োই, বিশাল ধুরন্ধর....তবে আজ যদি সে বেচেঁ থাকতো.....
হঠাৎ চোখে জল চলে এলো....
-"ও দাদু,তুমি কি...