...

6 views

457) Crime in strictness of law.(আইনের কঠোরতায় অপরাধ।) - Written by Junayed Ashrafur Rahman ✒
457) Crime in strictness of law.(আইনের কঠোরতায় অপরাধ।) - Written by @junayedmn1 Junayed Ashrafur Rahman ✒

"When the law is strictly enforced, fraud is more of a crime than theft and robbery."

#Law #Criminology #Politics

Due to the activism of the law enforcement agencies, it is very difficult to commit theft and robbery by using the power of the body.

So the criminals start cheating by eliminating theft and robbery.

Because deception is not easily understood and the deceived ones themselves go to the deceivers and are deceived.

Crimes are committed through deception, easy access to foreign countries, purchase of good products at low prices, make getting various awards or titles etc. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

"আইন যখন কঠোরভাবে প্রয়োগ হয়, তখন চুরি - ডাকাতির চেয়ে প্রতারণার মাধ্যমে অপরাধ বেশি হয়।"

আইন বাহিনীর সক্রিয়তার কারণে দেহের শক্তি প্রয়োগ করে চুরি - ডাকাতি করা অনেক দুরূহ হয়।

তাই অপরাধীরা চুরি - ডাকাতি বাদ দিয়ে প্রতারণা শুরু করে।

কেননা প্রতারণা সহজে বুঝা যায় না এবং প্রতারিতরা নিজেরাই প্রতারকদের কাছে গিয়ে প্রতারিত হয়।

সহজেই বিদেশে গমনের সুযোগ, কম দামে ভালো পণ্য ক্রয়, বিভিন্ন পুরস্কার অথবা পদবী পাইয়ে দেয়া প্রভৃতি প্রতারণার মাধ্যমে অপরাধ করা হয়। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
© Junayedmn1 Junayed Ashrafur Rahman