...

2 views

বিভীষিকা
একদিন একটি ওষুধের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম । হঠাৎ এক ভদ্রমহিলাকে স্যানিটারি প্যাডের পরিবর্তে কনডম নিতে দেখলাম ।বেশ খানিকটা অবাকই হলাম। মহিলাটি প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ব্যাগে পুরে দিলেন এবং আঁড় চোখে দেখে নিলেন,কেউ দেখছে কী না! খানিকটা উৎসুক হয়েই তার পিছু নেওয়া শুরু করলাম । মহিলাটিও হয়তো আমাকে লক্ষ্য করছিলেন । চলতে চলতে হঠাৎ থেমে গেলেন। আমাকে জিজ্ঞেস করলেন,
---------" কী দাদা, আজ দিনের বেলাতেই জেগে গেছেন?"
হঠাৎ মহিলাটি আমাকে জাগার কথা বলছে কেন? বুঝতে পারলাম না ।তারপর একটু সামনে গিয়ে জিজ্ঞেস করলাম,
---------" (একটু ইতস্তত হয়ে) দিদি,একটা কথা জিজ্ঞেস করব?"
---------" বলুন না।"
---------" না মানে, আপনি যদি কিছু না মনে করেন তো.........."
--------" আরে না,না বলুন ।"
--------" আপনি ওষুধের দোকান থেকে কনডম কিনলেন কেন?"
-------" (একটু মুচকি হেসে) আমি জানতাম আপনি এই কথাই জিজ্ঞেস করবেন ।"
আমি একটু অবাকই হলাম। ভদ্রমহিলাটি লজ্জা পাওয়ার পরিবর্তে অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তরটি দিল।
------" আসলে কী জানো তো ভাই, এই দেশে রাতে বাইরে বেরোলে মেয়েদের এসব সঙ্গে রাখতে লাগে ।"


আমি ঠিক বুঝতে পারলাম না ।
------" আমি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে জিনিসটি কিনিনি। আমার অসুস্থ বাবা-মায়ের একমাত্র উপার্জনের পথ আমি।তাই একটি ছোট্ট কোম্পানিতে কাজ করি। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় ।কিন্তু রাস্তার ধারে অনেক হিংস্র পশু ওত পেতে বসে থাকে। সুযোগ পেলেই ছিড়ে খাওয়ার চেষ্টা করে । আমি ছাড়া তো আমার মা- বাবার আর কেউ নেই ,তাই ভয় হয় । পুরুষতান্ত্রিক সমাজে তো তাদের মুখের উপরে "না" বলতে পারি না। তাই বিনামূল্যে তাদের কনডম দিয়ে দিই।"


একটা অদৃশ্য থাপ্পড় গালে এসে পড়ল । আমি মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকলাম ।
(আর কবে এই আর্তনাদ আইনের কালো কাপড় ভেদ করে সমাজে রামধনুর উদয় করবে?)
© Biswajit