...

2 views

বিভীষিকা
একদিন একটি ওষুধের দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলাম । হঠাৎ এক ভদ্রমহিলাকে স্যানিটারি প্যাডের পরিবর্তে কনডম নিতে দেখলাম ।বেশ খানিকটা অবাকই হলাম। মহিলাটি প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ব্যাগে পুরে দিলেন এবং আঁড় চোখে দেখে নিলেন,কেউ দেখছে কী না! খানিকটা উৎসুক হয়েই তার পিছু নেওয়া শুরু করলাম । মহিলাটিও হয়তো আমাকে লক্ষ্য করছিলেন । চলতে চলতে হঠাৎ থেমে গেলেন। আমাকে জিজ্ঞেস...