প্রেম
তোমায় নিয়ে স্বপ্ন সুরে,
ভেসে যাবো খর স্রোত নদীর কিনারে।
আকাশ কুসুম ভাবতে ভাবতে।
হঠাৎ সত্যি সামনে এলে
ভালোবাসার বাঁধন গেল ছিরে।
আগে ছিলো প্রদীপের শিখার
আলোর মতো উজ্জ্বল যে প্রেম।
যে প্রেমের সুরে বাঁধা নতুন নতুন রঙিন গল্প ছিলো।
তা আজ নিভে যাওয়া তারা বাতির মতো।
বরং তা আজ মিলেছে
প্রতিশোধের আগুনে, রেষারেষির.....
তবুও মাঝে মধ্যে মন চায়
যদি ফিরে আসতো সে আবার আমার কাছে।
ছুটে যেতে ইচ্ছে করে তার কাছে।
আবার মন চায় নতুন করে স্বপ্ন দেখতে
কিন্তু যখনি তাকে দেখি অন্য কারোর সাথে
আবার ভেসে আসে তাকে হারিয়ে নিজেকে জিতিয়ে দেখাতে হবে।
তাকেও শাস্তি দিতে হবে।
আমার মতো আর কাউকে কাঁদতে দিবো না
তোমার জন্যে।
© ✍সঙ্গীতা
ভেসে যাবো খর স্রোত নদীর কিনারে।
আকাশ কুসুম ভাবতে ভাবতে।
হঠাৎ সত্যি সামনে এলে
ভালোবাসার বাঁধন গেল ছিরে।
আগে ছিলো প্রদীপের শিখার
আলোর মতো উজ্জ্বল যে প্রেম।
যে প্রেমের সুরে বাঁধা নতুন নতুন রঙিন গল্প ছিলো।
তা আজ নিভে যাওয়া তারা বাতির মতো।
বরং তা আজ মিলেছে
প্রতিশোধের আগুনে, রেষারেষির.....
তবুও মাঝে মধ্যে মন চায়
যদি ফিরে আসতো সে আবার আমার কাছে।
ছুটে যেতে ইচ্ছে করে তার কাছে।
আবার মন চায় নতুন করে স্বপ্ন দেখতে
কিন্তু যখনি তাকে দেখি অন্য কারোর সাথে
আবার ভেসে আসে তাকে হারিয়ে নিজেকে জিতিয়ে দেখাতে হবে।
তাকেও শাস্তি দিতে হবে।
আমার মতো আর কাউকে কাঁদতে দিবো না
তোমার জন্যে।
© ✍সঙ্গীতা