" সলিউশন(Solution) "
ঘড়িতে সময়টা দেখে নিলাম ,সাড়ে দশটা বাজে....আর একজনকেই ফোন করতে হবে,দিলেই আজকের মত আমার কাজ শেষ.....পাশে থাকা ব্যাগ থেকে জলের বোতলটা বার করে জল খেলাম।
সত্যি বলতে আজ দুবছর হয়ে গেছে,এই " সলিউশন(Solution) " কোম্পানিতে কাজ করছি। জানি না,কাজটা কতটা ঠিক,কতটা ভুল; কিন্তু কাজটা করতে খুব ভালো লাগে,অন্যের জীবনের সমস্যার সমাধানে একটা আলাদাই আনন্দের ব্যাপার আছে....তার ওপর মোটা টাকার মাইনে তো আছেই....তাই আর ছাড়তে পারিনি।
তবে মানুষের জীবনে কেমন উদ্ভট চাহিদা বা সমস্যা থাকতে পারে, তা ভালোভাবেই বুঝতে পেরেছি এই চাকরির মাধ্যমে।
তবে আমাদের কোম্পানির কাজ করার পদ্ধতি খুব সহজ; প্রতিদিন আমাদের বিজ্ঞাপন খবরের কাগজে দেওয়া হয়,সেখানে লেখাই থাকে বড় বড় হরফে-
"সবার জীবনেই ছোট থেকে বড়,সব ধরনের সমস্যাই থাকে,কিন্তু সব কি সমাধান হয়?? সেই সমস্যার সমাধানের কর্তব্য আমাদের।
নিচে আমাদের নম্বর দেওয়া আছে,আমাদের মেসেজ করুন,কিছুক্ষণের মধ্যেই আমরা নিজেরাই ফোন করবো।"
সেই বুঝেই অনেকে আমাদের ফোন করে আর আমরা সাহায্য করি। তবে এখন পাশে থাকা ল্যাপটপটা দেখে বুঝলাম..... এবার আজকের মত শেষ যাকে ফোন করবো,উনি একজন মহিলা। অর্থাৎ আমাকে নিজের আসল কণ্ঠেই কথা বলতে হবে।
যদি সেই মহিলার জায়গায় কোনো লোকের নাম থাকত,তাহলে আমায় মেয়েলি গলায় কথা বলতে হতো...সুতরাং সেরকম কোনো ঝামেলা নেই..ভালো ভাবেই কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো অফিস...
সত্যি বলতে আজ দুবছর হয়ে গেছে,এই " সলিউশন(Solution) " কোম্পানিতে কাজ করছি। জানি না,কাজটা কতটা ঠিক,কতটা ভুল; কিন্তু কাজটা করতে খুব ভালো লাগে,অন্যের জীবনের সমস্যার সমাধানে একটা আলাদাই আনন্দের ব্যাপার আছে....তার ওপর মোটা টাকার মাইনে তো আছেই....তাই আর ছাড়তে পারিনি।
তবে মানুষের জীবনে কেমন উদ্ভট চাহিদা বা সমস্যা থাকতে পারে, তা ভালোভাবেই বুঝতে পেরেছি এই চাকরির মাধ্যমে।
তবে আমাদের কোম্পানির কাজ করার পদ্ধতি খুব সহজ; প্রতিদিন আমাদের বিজ্ঞাপন খবরের কাগজে দেওয়া হয়,সেখানে লেখাই থাকে বড় বড় হরফে-
"সবার জীবনেই ছোট থেকে বড়,সব ধরনের সমস্যাই থাকে,কিন্তু সব কি সমাধান হয়?? সেই সমস্যার সমাধানের কর্তব্য আমাদের।
নিচে আমাদের নম্বর দেওয়া আছে,আমাদের মেসেজ করুন,কিছুক্ষণের মধ্যেই আমরা নিজেরাই ফোন করবো।"
সেই বুঝেই অনেকে আমাদের ফোন করে আর আমরা সাহায্য করি। তবে এখন পাশে থাকা ল্যাপটপটা দেখে বুঝলাম..... এবার আজকের মত শেষ যাকে ফোন করবো,উনি একজন মহিলা। অর্থাৎ আমাকে নিজের আসল কণ্ঠেই কথা বলতে হবে।
যদি সেই মহিলার জায়গায় কোনো লোকের নাম থাকত,তাহলে আমায় মেয়েলি গলায় কথা বলতে হতো...সুতরাং সেরকম কোনো ঝামেলা নেই..ভালো ভাবেই কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো অফিস...