স্বপ্ন..
।।সিংহ।।
অদ্ভূত একটা প্রতিযোগিতা চলছে। সেখানে প্রতিযোগীরা রোজ একটা বন্য বা হিংস্র কোনো পশুর সঙ্গে মুখোমুখি হচ্ছে। বাঘ, সিংহ, কুমীর, নেকড়ে, হায়না, আজগর সবই আছে। তা আমার এবারের পশু পড়ল সিংহ।
এক্ষণ সিংহ সম্পর্কে ভাবছি তো শরীরের হাড়গোড় সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এইতো সেদিন একটা ছেলে গেল সিংহর কাছে, সিংহ ব্যাটা ওকে ছিঁড়ে একেবারে আছড়ে কামড়ে মেরেই ফেললো। অবশ্য পরের দিন সেই একটা মেয়ে সিংহ কে সামনে দেখেই অজ্ঞান হয়ে গেলো, কিন্তু সিংহ মেয়েটাকে কোনো ক্ষতি করলনা। বরং খুব যত্ন সহকারে মেয়েটার পরনে সাদা ট্রান্সপারেন্ট ড্রেস টা মুখে কামড়ে ঝুলিয়ে মেয়েটাকে নিয়ে গেলো ত্রিশ গজ মত দূরে তারপর মাটিতে রেখে চলে গেল কোথায় কে জানে।
সে যাইহোক সিংহের রেপুটেশন খুব একটা ভালো নয় যে সে ব্যাপারে সন্দেহ নেই, সিংহ যে বড় ভয়ঙ্কর সে সবাই জানে। তো ছাদে উঠে পায়চারী করতে করতে পাশের বাড়ির দিকে তাকালাম। বাড়িটাও অদ্ভূত সেই অনেক টা মনুমেন্ট এর মত দেখতে, যেমন নজরমিনার দেখতে হয় সেইরকম। তার আবার দোতলায় দরজাটা হাল্কা খোলা আর তার ভিতর দিয়েই দেখতে পাচ্ছি আগামী কাল যে ছেলেটা সিংহের সামনে যাবে সে খাটে উল্টে শুয়ে আছে হয়তো ঘুমোচ্ছে। আমি মনে মনে ভাবছি ভয়ে আমার রক্ত হিম হয়ে যাচ্ছে এদিকে এ ব্যটার কোনো ভ্রূক্ষেপ বা হেলদোল নেই। ব্যাটা দিব্যি...
অদ্ভূত একটা প্রতিযোগিতা চলছে। সেখানে প্রতিযোগীরা রোজ একটা বন্য বা হিংস্র কোনো পশুর সঙ্গে মুখোমুখি হচ্ছে। বাঘ, সিংহ, কুমীর, নেকড়ে, হায়না, আজগর সবই আছে। তা আমার এবারের পশু পড়ল সিংহ।
এক্ষণ সিংহ সম্পর্কে ভাবছি তো শরীরের হাড়গোড় সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এইতো সেদিন একটা ছেলে গেল সিংহর কাছে, সিংহ ব্যাটা ওকে ছিঁড়ে একেবারে আছড়ে কামড়ে মেরেই ফেললো। অবশ্য পরের দিন সেই একটা মেয়ে সিংহ কে সামনে দেখেই অজ্ঞান হয়ে গেলো, কিন্তু সিংহ মেয়েটাকে কোনো ক্ষতি করলনা। বরং খুব যত্ন সহকারে মেয়েটার পরনে সাদা ট্রান্সপারেন্ট ড্রেস টা মুখে কামড়ে ঝুলিয়ে মেয়েটাকে নিয়ে গেলো ত্রিশ গজ মত দূরে তারপর মাটিতে রেখে চলে গেল কোথায় কে জানে।
সে যাইহোক সিংহের রেপুটেশন খুব একটা ভালো নয় যে সে ব্যাপারে সন্দেহ নেই, সিংহ যে বড় ভয়ঙ্কর সে সবাই জানে। তো ছাদে উঠে পায়চারী করতে করতে পাশের বাড়ির দিকে তাকালাম। বাড়িটাও অদ্ভূত সেই অনেক টা মনুমেন্ট এর মত দেখতে, যেমন নজরমিনার দেখতে হয় সেইরকম। তার আবার দোতলায় দরজাটা হাল্কা খোলা আর তার ভিতর দিয়েই দেখতে পাচ্ছি আগামী কাল যে ছেলেটা সিংহের সামনে যাবে সে খাটে উল্টে শুয়ে আছে হয়তো ঘুমোচ্ছে। আমি মনে মনে ভাবছি ভয়ে আমার রক্ত হিম হয়ে যাচ্ছে এদিকে এ ব্যটার কোনো ভ্রূক্ষেপ বা হেলদোল নেই। ব্যাটা দিব্যি...