...

27 views

একান্ত আপন
মাঝে মাঝে নিজেকে ভূতের মতো মনে হয়। ভিতরের 'আমি' টা বেরিয়ে এসে আমাকে দেখে।পরিহাস করে,সমালোচনা করে,আবার এসে হাত ও ধরে।ভীষণ সমস‍্যায় পড়ি তখন,বাধে তুমুল ঝগড়া। প্রদীপের স্বর্গীয় আলোতে আলোকিত সেই 'আমি'র স্থান আমার হৃদয়ে।তাকে চোখে দেখার, স্পর্শ করার অধিকার আমার একার..সে অধিকার আর কাউকে আমি দিইনি,কারন,যাকে উপলব্ধি করা যায় না,তাকে চোখে দেখা বা স্পর্শ করাও যায় না।তাই আমার সারা জীবনের সঙ্গী 'আমি'টা একান্ত আমার।যদি সেই সঙ্গীই আমার মধ‍্যে আর না থাকে,যদি কোনদিনও তার সমস্ত আলো ফুরিয়ে যায়, তাহলে আমিও সেই ভীষণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ব,প্রবেশ করব সমাজের মানবগুহায়ে।জীবিত থেকেও তখন আমি মৃত।তাই আমাকে 'আমি'র খেয়াল সবার আগে রাখতে হবে।তার ভালো মন্দ,সুখ দুঃখ সব দখতে হবে!!।জীবনের অভিযোজনে তাকে অংশ নিতে বাধ‍্য করব না আমি,সে আমার মধ‍্যে অবস্থান করবে নিজ সত্বায়ে।