পেয়ে হারানো
কয়েকদিন ধরে মনোরমার শরীরটা ভালো যাচ্ছে না। প্রথমবার মা হতে চলেছে তাই একটু ভয়েও আছে। যাইহোক দোনোমনায় অফিস গেলাম। হঠাৎ নীহারের ফোন-"শীতেশ তাড়াতাড়ি বাড়ি আয়,বৌদির শরীরটা ভালো নেই।"নীহার আমার বন্ধু। আমরা একই ফ্ল্যাটে থাকি।চাকরিও করি এক অফিসে।ওর আজ নাইট তাই বাড়িতে ছিল।যাই হোক মনোরমাকে আমরা একটা নার্সিং হোমে ভর্তি করলাম। বেঞ্চে দুজনে বসে আছি।নার্স এসে খবরটা দিল। মনোরমা একটা মৃত সন্তান প্রসব করেছে।ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম ও আর কোনদিনই মা হতে পারবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে।কি বলে যে মনোরমাকে সান্ত্বনা দিই কিচ্ছু বুঝতে পারছি না! হঠাৎ চোখে পড়ল শ্যামবর্ণা নিটোল চেহারার এক আদিবাসী কন্যা।কে ও?মঞ্জু না?হ্যাঁ মঞ্জুই তো। বোধকরি মঞ্জুও আমাকে চিনতে পেরেছে। নীহার পাশে বসে...