...

1 views

দু'শো টাকা
― ঠাম্মা, এই টাকাটা রাখো কিছু কিনে খাবে..
গত তিনমাস হলো অঞ্জনের চাকরি হয়েছে।চাকরির পর সে তার আদরের ঠাম্মা কে একটা কালো পাড়ের হালকা রঙের শাড়ি কিনে দেওয়ার পর প্রতিমাসে যখন বাড়ি ফেরে তখন দু'শো করে টাকা দেয়। এবারেও তার কোনো ব্যাতিক্রম হয়নি। তবে এবার যেন তিনি অঞ্জনকে একটু বেশিক্ষন ধরে আশীর্ব্বাদ করলেন আর বললেন...
― বাবা, ভালো করে থেকো, সাবধানে থেকো, সাবধানে কাজ করো কেমন...
― আচ্ছা বাবা ঠিক আছে, আমি ঠিকই থাকবো,তোমাকে নিয়েই আমার যত চিন্তা...এখন তুমি বিশ্রাম নাও তো...দিনের দিন সুগার টা তো বেড়েই চলেছে সেই খেয়াল কি আছে?
― কি আর করবি বয়স টাও তো হলো...আচ্ছা ঠিক আছে, টাকা টা ওই টেবিলের ওপরে রেখে যা...
এরপর অঞ্জন বেরিয়ে যায় । পরেরদিন সকালে হঠাৎ দেখে তার মায়ের ফোন...
― হ্যালো..
― হ্যাঁ,মা..বলো...বলছি ঠাম্মা কেমন আছে গো এখন, ভালো আছে তো? কাল সন্ধ্যেবেলায় তো শরীর টা সেরকম ভালো ছিল না দেখলাম...
― তোর ঠাম্মা আর নেই রে, কাল রাতেই..
এই বলে অঞ্জনের মা হঠাৎ কেঁদে ফোন রেখে দেয়। সেদিনই অঞ্জন বাড়িতে আসে তার ঠাম্মা কে শেষ বারের মতো দেখতে। এসে দেখে তার দেওয়া দু'শো টাকাটা এখনো ওই ভাবেই টেবিলের উপর পড়ে আছে।
© শিলালিপি

#shortstory #Love&love #emotions #writco