...

2 views

অঙ্কুশের স্বপ্নপূরণ
ডিসেম্বরের শেষের দিক শীতের ছুটি পড়তে বেশিদিন আর বাকি নেই। অঙ্কুশের কিছুদিন ধরে খুব মন খারাপ। অনেক কিছু মনের কোনে উঁকি দিচ্ছে তার।অঙ্কুর কর্মসূত্রে লাদাখে থাকে সস্ত্রীক। চারপাশে কেক আর খ্রীষ্টমাস ট্রির পসরা নিয়ে বসেছে দোকানিরা।টুনি না জানি আর কত ঘর সাজানোর সরঞ্জাম নিয়ে বসেছে সব।

আজ শনিবার, ছুটির দিন। সকালে নানা ব্যস্ততার জন্য অঙ্কুশ ও তার স্ত্রী কেউই কাউকে সময় দিতে পারেনা।আর সারাদিন সপ্তাহ যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে,গল্প করার জন্য পায় কেবল এই শনিবারের সন্ধ্যা টুকুই।

অঙ্কুশ ও নীলিমা দুজন দুকাপ কফি নিয়ে মুখোমুখি এসে বসলো।কফিতে একটা চুমুক দিয়ে অঙ্কুশ বলতে শুরু করে,"বড্ড প্রিয় ছিল আমার শহর কলকাতা,সেখানেও এখন বড্ড শীত।পরশু বড়দিন জানো,বড়দিনের দিন রাতে আমরা সব বন্ধুরা মিলে পিকনিক করতাম। " কফিতে একটা লম্বা চুমুক দিয়ে অঙ্কুশ নীলিমাকে বলে," অনিককে মনে আছে তোমার? আমাদের বিয়ের দিন তোমার সঙ্গে...