...

6 views

কাল্পনিক গল্প
গল্পের প্রকাশ গল্পে সম্ভব না।সব চরিত্ররা কাল্পনিক।এক পালকের গল্প।
কোনো এক বৈশাখের শ্রাবণে এক গোধূলি বেলায় জন্ম নিল পালক।মেয়েটির নাম পালক।ফুটফুটে তার চোখের হাসি।যেনো পুরো দুনিয়াটাকে আলোয় ভরিয়ে দিল।পালকের মা তখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন।পালকের বাবার হাসি চোখে মুখে ফুটছে।তার যে এটা বহু প্রতীক্ষিত স্বপ্ন।পর পর অনেক স্বপ্ন ভেঙেছে।অভাবের সংসার তাদের।নুন আনতে পান্তা ফুরায়।নিজস্ব কোনো গৃহ নায়।পালকের জন্ম সাধারণ জায়গায়।কোনো ঝাঁচকচকে নামি দামি হসপিটাল এ যাওয়ার মত সামর্থ্য ছিল না।পালক কোনো অসাধারণ কন্যা না।এক সাধারণ মেয়ে।গায়ের রং কালো।জন্মের সময় ওজনও অনেক কম।ওই কালো মুখটায় যখন মিষ্টি হাসি টা হেসে যেত মনে হতো অন্ধকার রাত্রে চাঁদের আলো।বাবা মায়ের অভিযোগ ছিল না মেয়ে কালো বলে।মা ও কন্যা জীবন মৃত্যুর লড়াই জিতল।খুব বেশি শুভেচ্ছা , ভিড় কেও জমায় নি কেও কয়েকজন ভালোবাসার মানুষ ছাড়া।ঝমঝম বৃষ্টির শব্দে আর এক পালক এসে জুড়ল মেঘের গায়ে।সাধারণ পালক।কেও বলতো গায়ের রং কালো ,কি হবে?কেও বলা ভুল,অনেকের মুখেই এক কথা।সাধারণ মেয়ে পালক একটু একটু করে বড়ো হতে শুরু করলো।বড়ো হলো এক অন্য রকম ভাবে নিতান্তই প্রাকিতিক নীয়মে মায়ের ছায়ায়।মায়ের স্নেহের শাখাপ্রশাখা র ছায়ায় বড় হয়।সেই শাখাকে বৃক্ষ আগলে রেখেছিল।পালক প্রথম বড়ো হওয়া কোনো এক মেঠো গ্রামে এক এমন বাড়িতে যেখানে যে বাড়ি পালকের জিবনে গভীর ছাপ ফেলেছিল।কোনো রাজকুমারীর মত,কোনো পরির মত পোশাকে ঢাকা কোনো পালক না।এক সাধারণ কালো রোগা মেয়ে।গল্পের ভূমিকা শুরু হলো।ধীরে ধীরে পুরো গল্প শব্দ পাবে।