...

12 views

স্বাধীনতা দিবস
বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত
স্বাধীনতা-পনেরোই আগস্ট হয় পালিত,
স্মরণ করি লক্ষ লক্ষ মানুষের নিঃস্বার্থ
জীবনের বলিদান ।।

হাসি মুখে যারা বরণ করেছিল ফাঁসি,
শ্বেতাঙ্গ শাসকের অত্যাচার শোষন নাশী
পরাধীন মানুষের মুখে দিয়েছিল হাসি,
সেই শহীদের করি জয়গান।।

জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তি কলা -সাহিত্যে ,
উন্নত গর্বিত দেশ, সারা বিশ্বে কৃতিত্বে।
এই পূণ্য দিনে, চলো সবাই একসাথে
গাহি দেশ ভক্তির গান।।

অটুট শপথ নিয়ে, এগিয়ে দেশের স্বার্থে
জাতি ধর্ম নির্বিশেষে,সব ব্যাবধান ভুলে
নব প্রজন্ম গড়িবে ভারতবর্ষ নতুন যুগে
মাতৃভূমি হবে বিশ্বে মহান।।

দেবব্রত দেব
© Debabrata Deb