...

0 views

স্বপ্ন
—তাহলে মা, এতদিন মাথার উপরে যেটা উড়ে যেতে দেখতে, আজ সেটায় চড়ে কেমন লাগছে বলো ?
— খুব ভালো বাবা, আজ তো আমার আর তোর বাবার আরো একটা গর্বের দিন। প্রথম টা ছিল যেদিন তুই আমাদের চাকরি পাওয়ার কথাটা প্রথম শুনিয়েছিলি সেদিন যেমন আনন্দে চোখে জল এসেছিল, আজও চোখের কোণ টা যেন..
শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তার ছেলেকে কথাগুলো বলল মৃণালিনী। অজপাড়া এক গ্রামের মেয়ে। বাপের বাড়িও প্রত্যন্ত এক গ্রামে। স্বাভাবিকভাবেই জীবনে যাতায়াতের বহর কোনোদিনই অতটা ছিলনা আর এই প্লেনে চড়া তো তার কাছে অনেক দূরের কথা — এক কথায় স্বপ্ন। ছেলে তার কর্মস্থলে মা কে নিয়ে গিয়ে মায়ের প্লেনে চড়ার স্বপ্ন পূরণ করেছে আজ।
— আঃ মা, তুমিও..একটুতেই ইমোশনাল হয়ে যাও। এসো জানলার ধরে বসো।
— না, তুই বস আমি ঠিক আছি।
— আহা, আমি তো বলছি নাকি। আর তাছাড়া তোমার এটা প্রথমবার। আমি তো এর আগে অনেকবারই প্লেনে চড়েছি।
— আচ্ছা নে, খুব বড় বড় কথা হয়েছে তোর।
ছেলের সাথে জায়গা পরিবর্তন করে মৃণালিনী জানালার ধারে বসলো। উপর থেকে...