আব্দার
আব্দার
ভূতের ভয়টা আমার বরাবরই একটু কম।তাই ভূতের উৎপাত আছে জেনেও দখিনা বাতাস মুখী জানলাযুক্ত ঘরটা থাকার জন্য ভাড়া পেয়ে আমি যারপরনাই খুশি হয়েছিলাম।কিন্তু এখন তো ভূত নয়,হাতকড়ার আতঙ্ক আমাকে গিলে খাচ্ছে।আমি নিরীহ গোবেচারা কেরানি মানুষ...কারোর সাতেও নেই,পাঁচেও নেই।কিন্তু পুলিশ তো হাত ধুয়ে আমার পিছনেই পড়ে রয়েছে। বলে গেছে,শুধু একটা প্রমাণ পাওয়ার অপেক্ষা। তারপরেই আমার জন্য অপেক্ষা করছে ফাঁসিকাঠ।
ভাবতে পারছেন পাঠকগণ...এ কত বড় অবিচার!রসকসহীন কেজো মানুষ আমি।জীবনে না ছিল কোনো রং,না কোনো বৈচিত্র।বদলির চাকরী জীবনে অফিস,ঘরের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আর বড়জোর বন্ধুবান্ধব নিয়ে জমাটি তাসের আড্ডাটুকুই সার।এহেন নিস্তরঙ্গ জীবনেও সবকিছু উথালপাথাল করে দিয়ে আমার জীবনে প্রেম এল।ভাড়া থাকার জন্য এই ঘর যদি না বাছতাম,তাহলে...
ভূতের ভয়টা আমার বরাবরই একটু কম।তাই ভূতের উৎপাত আছে জেনেও দখিনা বাতাস মুখী জানলাযুক্ত ঘরটা থাকার জন্য ভাড়া পেয়ে আমি যারপরনাই খুশি হয়েছিলাম।কিন্তু এখন তো ভূত নয়,হাতকড়ার আতঙ্ক আমাকে গিলে খাচ্ছে।আমি নিরীহ গোবেচারা কেরানি মানুষ...কারোর সাতেও নেই,পাঁচেও নেই।কিন্তু পুলিশ তো হাত ধুয়ে আমার পিছনেই পড়ে রয়েছে। বলে গেছে,শুধু একটা প্রমাণ পাওয়ার অপেক্ষা। তারপরেই আমার জন্য অপেক্ষা করছে ফাঁসিকাঠ।
ভাবতে পারছেন পাঠকগণ...এ কত বড় অবিচার!রসকসহীন কেজো মানুষ আমি।জীবনে না ছিল কোনো রং,না কোনো বৈচিত্র।বদলির চাকরী জীবনে অফিস,ঘরের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম আর বড়জোর বন্ধুবান্ধব নিয়ে জমাটি তাসের আড্ডাটুকুই সার।এহেন নিস্তরঙ্গ জীবনেও সবকিছু উথালপাথাল করে দিয়ে আমার জীবনে প্রেম এল।ভাড়া থাকার জন্য এই ঘর যদি না বাছতাম,তাহলে...