...

3 views

#_স্বপ্নরঙীন💛💙

© All Rights Mona:
#_স্বপ্নরঙিন 🧡💙

#Mohena

পর্ব -- ২

আরব বীরকে নিয়ে গার্ডেনের দিকে ছুটে যায়...আর ওদের পেছনে পেছনে সবাই ছোট গার্ডেনের দিকে...গার্ডেনে সবাই এসে দেখে একটা জেড ব্ল্যাক অডি দাড়িয়ে রয়েছে...তার মধ্যে ইয়েলো ব্লু বেলুন আর রিবন দিয়ে সাজানো...

অনিসা --- ঠাম দেখো দেখো আমাদের বীরের গাড়িটা কি দারুন করে সাজানো...( গাড়ির দিকে তাকিয়ে বলে )

ললিতা --- তোর ভাইয়া একটা পাগল...বুঝলি...( অনিসা কে ধরে )

অর্চনা --- তুই ভুলে গেলি অনি,, তোর birthday তেও তোকে তিনবছর আগে কার গিফট করেছে...এমন সুন্দর করে সাজিয়ে...( অনিসার গাল টিপে )

মেঘনা --- ভাইয়া তো এই বাড়ির সবাইকে কার গিফট করে...আমাকেও আমার birthday তে গিফট করেছিল...

অনিসা --- আমার ভাইয়া বেস্ট ভাইয়া...( মেঘনা জড়িয়ে ধরে )

আকাশ --- ওর মত মন আর কজনের আছে...

ললিতা --- আমাদের অ্যাব সবাইকে নিয়ে চলতে ভালো বাসে,, চিন্তা একটাই ওর মনের মত কেউ হবে নাকি...???

মেঘনা --- ঠাম তুমি এত চিন্তা করো না,, দেখবে ভাইয়ার মনের মতো ই আমরা কাউকে ঠিক পাবো...

অর্চনা --- আমরা খুজবো ত ঠিক কথা,, কিন্তু তোমরা কি ভুলে গেছো আমাদের অ্যাবের ইচ্ছের কথাটা...

অনিসা --- ভাইয়ার ইচ্ছে অ্যারেঞ্জএর মধ্যেও লাভ থাকবে...

মেঘনা --- আমাদের ভাইয়া আমাদের পছন্দ করা মেয়ের সাথেই আগে ফ্রেন্ডশিপ করবে তারপর লাভ হবে তারপর ম্যারেজ....

আকাশ --- পাগল বলেই এমন কথা বলেছে...

মেঘনা --- এই যে আমার ভাইয়াকে পাগল বলবে না,, তুমিও তো এমনই করেছো ভাইয়ার কথায়...( আকাশের দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলে )

অর্চনা --- সে আর বলতে,, যখন তোকে দেখে এলাম তখন সারাক্ষণ দুই ভাইয়ের এক রুমে ঢুকে থাকতো...আর এই অনি টাও ( অনিষার মাথায় মেরে ) ওদের সাথে তাল মেলাত...

অনিসা --- উফফফ মম...( মাথায় হাত বুলিয়ে )।।

ললিতা --- ঠিক করেছে অর্চনা...তুই কি কম দুষ্টু নাকি...( আনিষার গালে হাত দিয়ে )

অনিসা --- আমরাই তো আশ ভাইকে প্রেম করতে শেখালেন...( মুচকি হেসে )

আকাশ --- তাই নাকি রে...( আনিশার মাথায় মেরে )

অনিসা --- আশ ভাই ঠিক হচ্ছে না কিন্তু...( দুষ্টু রাগ দেখিয়ে )

মেঘনা --- এই যে তুমি অনি কে কি বলছো,, ওরাই তো আমার সাথে তোমার কথা বলাত...ভুলে গেছো নাকি...

অর্চনা --- ওরা তিন ভাইবোন...