...

11 views

" সমুদ্রের আদর"
গদ্য কবিতাঃ- "সমুদ্রের আদর"
***********************************
আচ্ছা তোমার চোখে সমুদ্র সৈকত কেনো?
তুমি তো পাহাড় পছন্দ করতে!
আচ্ছা তোমার ঘরে নতুন অতিথি এসে বুঝি!
সে বুঝি বড্ড ঢেউ পছন্দ করে....
তুমি নীরব হলে!
আমি জানলাম কি করে?
তোমার অল্প কথায়,ঠোঁটের কোণে একটু হাসিতে...
সে তো আমার কল্পনায় আঁকা আঁখিতে;
বুঝিয়ে দেয় সব কিছু যে,এমন ভেবো না,যে তোমার ঘরের আড়িপাতি না।

তোমার ভাবনা গুলো এখন কেমন যেনো!
আমি বুঝতে পারি...
কিন্তু,বলতে পারি না।

সবাই সমুদ্রের খেলা করে...
আমি ধারণ করি আঁখিতে, সমুদ্রের নোনতা স্বাদ!
ঢেউগুলো এসে তোমার চরণে যখন স্পর্শ করবে,
স্পর্শ করে দেখো তুমি!
প্রতিটা ঢেউ-য়ে মিতালিতে আমার স্পর্শ!

তুমি সমুদ্রের জোয়ারের দেখেছো!
সমুদ্রের ভাঁটার জল দেখেছো,কোথায় নামিয়ে নিয়ে যায়!

চেনা চেনা স্পর্শগুলো, ভাঁটার জলে মিশিয়ে দিও...
অচেনা আদর গুলো,জোয়ারের মতন করে,বুকে টেনে নিও!

তবে,তাতে কি তুমি সুখ পাবে?

যন্ত্রণা হলে নীল আকাশ দেখো একলা মনে,
ওই নীল শাড়ির আঁচলে সাজিওনা নিজেকে!যন্ত্রণা কাঁদবে হৃদয়ে...
এখন থেকে ভেবে নিও,যতটা সমুদ্রের নামাচ্ছে তোমাকে,ঠিক ততটাই নেমোও;
কিন্তু,একবারে নয়!

সমুদ্রের বসে বালি মেখো গাঁয়ে, বুঝতে পারবে তখন, উত্তপ্তবালি আগামীর ভবিষ্যৎ !!
ওই গোধূলি বেলায় সূর্য অস্ত্র দেখো, কিছু টা শান্তি পাবে...

কত শত মুক্ত আসে ঢেউ-য়ে,ঢেউ-য়ে তোমার চরণে ঠেঁকবে,
সব মুক্ত কি স্থান পায় অনামিকা তে ?

তবে জেনে রেখো,সমুদ্রের গর্জনে জল উতলা হবেই!
তখন চরণ ভিজিও না,কাঁটবে ঝিনুকের খোলসে চরণ।
তখনই শক্ত হবে,তোমার হাতের মুঠো!
সামলিয়ে নিও আগামী ঢেউয়ের গর্জন...

( ; ),( ,),( !),(।) এর কোনো টাই শেষ লাইনে ব্যবহার করলাম না ... এটা শেষ হবার নয়, সমুদ্র যেমন শেষ দেখা যায় না... ঠিক তেমনি কলমের কারুকার্য শেষ হবার নয় ।

✍️অর্পি রায়
___________________________________________
❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️

#কলমে_রুপি
#বাংলা #WritcoQuote #collab #yqwriter #quote #yqbaba #Love&love #friendship
© ✍️ অর্পি রায়