...

7 views

ফিরে এসো 🥀
ফিরে এসো
শ্রী রাজু গরাই ৩রা ডিসেম্বর ২০২৩

উষ্ণত্ব ক্রমশ বর্ধিষ্ণু
স্পর্শের গাঢ়ত্ব ছুঁয়েছে চেতনা
শতাব্দী প্রাচীন বক্ষে ভূমিষ্ঠা বাসনা।

বর্ণালী রশ্মির আবেগে আসক্ত বিরহী মন
তমসা ঘনায় আঁধারের মায়াজালে,
ধূসর পাণ্ডুলিপি করছে দাসত্ব
নিস্তব্ধ নক্ষত্রলোকের অভ্যন্তরে কালে কালে।

অন্তরা, অশ্রুজলেনয়ন বিকোচ্ছে,
রাতজোনাকি পৃথিবীর নীচে দেখে মুখ তুলি --
নিশাজলে সিক্ত শ্বেতকমল হস্তে দাঁড়াইয়া
কেন ফিরিলে, কেন বলিলে মিথ্যা আকুলি ?

কৃষ্ণবর্ণ আখিঁ ঝরেছিল অগোছালো দিবসে
ফুলপাখি হেরেছিল মিথ্যা ফাগুনের মায়ায়,
নির্বিবাদে রচিলে অভিশাপশিখা
অভিমান তাই কি এখনো, গাঢ় অবহেলায়।

রাঙা অধরের নির্মল অনলে জ্বালিয়েছো হৃদয়
মদিরা পানেও কাটেনি তৃষ্ণা, ফিরেছি ভুলে....
নিদ্রাহীন রাতে শীতলতার প্রলেপে এঁকেছি আবার
দুয়েএক অভিন্ন হৃদয়, বলো কোন ভুলে ?

কুয়াশাঘেরা পথে নিবিড় ঘনবন
কৃষ্ণচূড়ার শাখে দুলেছিল বসন্তের কোকিল, টানে--
মেঘমেদুর কেটে পরশ যেন লাগিল এসে
সুখের আকুলতায় যৌবনলাবণ্য প্রাণে।

কালের করাঘাতে পৃষ্ট হৃদয় খুঁজিছে এখনও পুণ্যজ্যোতি
প্রলয় এলেও আগলাতে চাই আবার...
গোপন শাখায় দুলবো দোঁহা জনমে জনম
রাই, ফিরে এসো দ্বারে... হই একাকার !

© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #poem #writer #writerRajuGarai #poetrylovers #Love&love #Heart #ফিরে_এসো #philosophy