...

5 views

কিছু প্রশ্ন
আচ্ছা ধরুন, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, সারাবছর মুখোশ পরে থাকা লোকগুলো কেন মাস্ক পরে,যেমন আপনি উত্তর দিতে পারবেন না, তেমনই রাজনীতিতে কে মন্ত্রী কে ব্যবসায়ী- তাও আপনি ধরতে পারবেন না । ভারতবর্ষে আক্রান্ত সংখ্যা 1 মিলিয়ন পার হয়ে গেছে । এখনও যদি আপনারা মাস্ক আর মাদুলির মধ্যে তফাত না বোঝেন, তাহলে করার কিছু নেই ।
যাই হোক এবার কাজের কথায় আসা যাক ।এমনিতেই আজ আমার মন ভারাক্রান্ত ।লেখা লেখির খুব একটা ইচ্ছে ও ছিল না, কিন্তু এগুলো না বললেই নয় । আপনাদের কয়েকটি প্রশ্ন করছি, উত্তর পেলে কৃতজ্ঞ থাকব ।

প্রশ্ন 1: সম্প্রতি চন্দননগরের ডেপুটি কালেক্টর মাননীয়া দেবদত্তা রায় মহাশয়া করোনা যুদ্ধে পরাজিত হয়েছে ,মধ্যপ্রদেশে দলিত- দম্পতির ওপর পুলিশের নৃশংস অত্যাচার ও দম্পতির আত্মহননের চেষ্টা সারা গা শিউরে দেওয়ার মতো ।না, খবরগুলো দেশের ফ্রন্ট লাইন মিডিয়ায় ভাইরাল হয় না,কারণ তাদের মধ্যে একজন সরকারের চাকর এবং আর একজন মেথর। কী হবে ভাইরাল করে?TRP বাড়বে? ব্যাপারটা অনেকটা mutual funds এর SIP (systematic investment plan) এর মতো হয়ে গেল না! যেমন ধরুন বচ্চন পরিবারের সবাই আক্রান্ত হলে ও জয়া বচ্চন বাদ গেল কেন,তিনি আগে থেকেই গো-মূত্র পান করছিলেন কি না!(বচ্চন স্যারের...