...

8 views

ভাব, ভাষা ও কর্ম
ভাব ভাষাকে মুখর করিয়া তোলে-
আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে,
আর, ভাবনা হইতেই ভাব উদিত হয়;

অতএব, আমি আমার ভাবনাকে যত সুন্দর,সুশৃংখল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবো-
আমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে।