#_স্বপ্নরঙ্গীন💛💙
© All Rights Mona:
#_স্বপ্নরঙিন 🧡💙
#Mohena
পর্ব -- ৩
( প্রথম দেখা )
আরব রেডী হয়ে এসে ডাইনিং রুমে দাড়ায়,, সেখানে অনিসা ললিতা আর অর্চনার সাথে কথা বলছিল...
ললিতা --- ওই যে এসে গেছে তোর ভাইয়া...( আরবকে দেখে অনিসা কে বলে )
অনিসা --- চল ভাইয়া...অনেক ক্ষণ ওয়েট করলাম...( আরবের কাছে এসে আরবের হাত ধরে বলে )
আরব --- সরি অনি,, এবার চল...( আনিশার দিকে তাকিয়ে বলে )।। ঠাম,, আর মম আমরা আসছি...( অর্চনা আর ললিতাকে বলে )
অনিসা --- টাটা ঠাম আর মম...( খুশি হয়ে )
ললিতা / অর্চনা --- হ্যা বায়,, ( হাত নেড়ে )
ললিতা --- এবার পুরো শপিং মলটাই তুলে আনবে দুই ভাই বোনে...
অর্চনা --- কত ক্ষণে আসে সেটাই দেখবে মা...একবার বেরোলে তো বাড়ি ঢুকতেই মন চায় না এই দুজনের...( মজা করে বলে )
ললিতা --- ঠিক বলেছো তুমি...
অনিসা --- শুরু হয়ে গেলো তো তোমাদের...( মুখ ফুলিয়ে )
আরব --- এখন তোকে আর মুখ ফোলাতে হবে না,, চল এখন...( আনিশার হাত ধরে টেনে নিয়ে বলে )
ললিতা আর অর্চনা আনিশার মুখ দেখে হাসতে থাকে...আরব আনিশার হাত ধরে টেনে নিয়ে চলে যায়...আরব অনিসাকে নিয়ে বাইরে আসে,, আর বলে...
আরব --- তুই দারা আমি গাড়ি নিয়ে আসছি...
অনিসা --- ok...( মাথা নেড়ে বলে )
কয়েকমিনিট পর..আনিশার সামনে একটা ব্ল্যাক Rolls Royce Cullinan গাড়ি এসে দাঁড়ায়...আর গাড়ির কাঁচ খুলে মুখ বাড়িয়ে আরব বলে...
আরব --- অনি উঠে আয়...
অনিসা স্মাইল করে গাড়ির দরজা খুলে উঠে বসে পড়ে...অনিসা সিট বেল্ট লাগিয়ে নিয়ে বলে...
অনিসা --- let's go ভাইয়া...( খুশি হয়ে )
আরব --- ok my sis...( স্মাইল করে গাড়ি স্টার্ট দিয়ে )
Rolls Royce Cullinan ছুটে চলে শপিং মলের দিকে...বেশ কিছু সময় পরে,, আরব আর অনিসা এসে পৌঁছায় একটা বড় শপিং মলের সামনে...অনিসা কে নামিয়ে দিয়ে আরব গাড়ি পার্ক করতে যায়...অনিসা আরব আসতেই স্মাইল করতে করতে শপিং মলের ভেতরে ঢোকে...
অনিসা --- ভাইয়া আজ কিন্তু আমি অনেক অনেক শপিং করবো...
আরব --- তোর যেটা পছন্দ সেটাই নিবি চল এখন...( স্মাইল করে )
অনিসা --- তাড়াতাড়ি চলো লিফটের দিকে...( হাত ধরে টেনে বলে )
আরব --- আরে দারা এত্তো তারা কিসের...???
অনিসা ছুটে একটা লিফটে ঢুকে যায়,, আর বলে...
অনিসা --- ভাইয়া...