মুখোমুখি
ওদের চিৎকারে আমি দরজা খুলতে বাধ্য হলাম। এতোদিন পর আমরা মুখোমুখি। অস্পষ্ট হলেও মুখটা আমার খুব চেনা চেনা লাগছে।চৈতালি বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে কিছু অসভ্য গালাগালি দিয়ে টাকা চাইলো। একটা হাত এক মুঠো টাকা ওর ওপর ছুড়ে দিলো। ভীষন রাগের সাথে বললো
"শালী নে টাকা নে, টাকা ছাড়াতো কিছুই চিনিস না।"
চোখের জল কাপুরের মতো উবে গিয়ে ওর ঠোঁট এলো একটা জয়ের হাসি। টাকা গুলো গুছিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে , ও ওঠে দাঁড়াবার চেষ্টা করে, টাল সামলাতে না পেরে, পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে, ওকে ধরলাম।
ও আমাকে চিনতে পেয়ে একটা মিষ্টি বাঁকা হাসি হেসে বললো " বাবু আগের থেকে অনেক সস্তা হয়ে গেছি। আজ রাতটা বিক্রি আছে, কিনবে না কি? এখন নিয়মিত রক্ত পরীক্ষাও করাই, কোন অসুখ বিসুখ...
"শালী নে টাকা নে, টাকা ছাড়াতো কিছুই চিনিস না।"
চোখের জল কাপুরের মতো উবে গিয়ে ওর ঠোঁট এলো একটা জয়ের হাসি। টাকা গুলো গুছিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে , ও ওঠে দাঁড়াবার চেষ্টা করে, টাল সামলাতে না পেরে, পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে, ওকে ধরলাম।
ও আমাকে চিনতে পেয়ে একটা মিষ্টি বাঁকা হাসি হেসে বললো " বাবু আগের থেকে অনেক সস্তা হয়ে গেছি। আজ রাতটা বিক্রি আছে, কিনবে না কি? এখন নিয়মিত রক্ত পরীক্ষাও করাই, কোন অসুখ বিসুখ...