...

3 views

চিরুনি
চিরুনি

তিনদিন হল সবে বিয়ে করে নতুন বাড়িতে পা রেখেছে ঐশী।শ্বশুরবাড়ি মোটামুটি স্বচ্ছল। টাকাপয়সা বাড়ি গাড়ি থেকে আরম্ভ করে শিক্ষিত এবং অভিজাত পরিবার হিসেবে এলাকায় যথেষ্ট সুনাম আছে।স্বামী অর্ক একটা বড় কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার পদে অধিষ্ঠিত। সারাজীবনের জন্য একেবারে নিশ্চিন্ত ঐশী।তার ওপরে তিনতলার ওপরে এই সুদৃশ্য ব্যালকনিযুক্ত অর্কর ঘরটি এখন তার।আহ্লাদে আটখানা ঐশী তার নতুন ঘরটিতে ঢুকে এখন তার মতো করে সবকিছু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে।এমন সময় ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে তার নজরে পড়ল একটি সুদৃশ্য হাতির দাঁতের চিরুনি। বেশ বড় আর বেশ চওড়া মোটা গাঁটযুক্ত কারুকার্যখচিত এমন চিরুনি দেখে সে যথেষ্ট অবাক হল কারণ চিরুনিটা পাওয়া গেছে অর্কর ড্রেসিং টেবিলের ড্রয়ারে।সাদা চিরুনিতে ব্যবহৃত হওয়ার ছাপ স্পষ্ট।এটা বুঝতে কারোর বাকি থাকে না...যে এটা আসলে দীর্ঘ কেশের অধিকারী মহিলাদের জন্য তৈরি চিরুনি। এমন চিরুনি অর্কর ঘরের ড্রেসিং টেবিলে কি করছে?সে চিরুনিটি হাতে নিয়ে অর্কর সামনে গিয়ে তার কাছে প্রকাশ করল কৌতূহল। অর্ক শুনে গম্ভীর মুখে বলল,"তোমার শ্বশুরবাড়িতে কি মহিলা সদস্যের অভাব?তোমার শাশুড়ি বা ননদ এদেরই কারোর হবে হয়তো,হাত ঘুরে চলে এসেছে। এখন ও নিয়ে ভেবে কাজ নেই,চিরুনিটা ফেলে দাও।এটা অনেক ময়লা।"
কথাগুলো কোনোভাবে যেন ছুঁড়ে দিয়েই অর্ক হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল।
হতবাক হয়ে গেল ঐশী।সে ভাবল,চিরুনি ময়লা তো কি হয়েছে! সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই ঝকঝকে হয়ে যাবে।কি দারুণ একটা জিনিস!
যেমন ভাবা তেমন কাজ।সে ঘষে মেজে চিরুনিটা পরিষ্কার করে নিয়ে ব্যবহার করা শুরু করল।কিন্তু সে হঠাৎ করেই লক্ষ করছে,তার বড়ো বেশি চুল উঠতে শুরু করেছে। চিরুনির গায়ে কালো চুল যেন ভেড়ার শরীরে পশমের মতো সবসময় লেপ্টে লেপ্টে থাকে।ঐশী চিন্তিত হয়ে পড়ল।সে চুলের নানা আয়ুর্বেদিক চিকিৎসা ও পরিচর্যা শুরু করে দিল।কিন্তু উন্নতির বদলে বদলে ক্রমশ অবনতিই হতে আরম্ভ করল।একটা ব্যাপার সে লক্ষ করল,চিরুনিতে যে পরিমাণে চুল উঠে আসে প্রত্যেকদিন,ওই পরিমাণে চুল যদি সত্যিই মাথা থেকে বেরিয়ে যেত,তাহলে খুব অল্পদিনের মধ্যেই তার মাথায় টাক পড়ে যেত।কিন্তু অবাক হওয়ার মতো ব্যাপার এই যে,ঐশীর চুলের বিনুনির গোছানো আগে ঠিক যেমন সুঠাম,পুষ্ট ও মোটা ছিল,এখনো তাইই আছে।তবে...????
এই তবে'র কথা চিন্তা করতেই রক্তহিম হয়ে এল ঐশীর।এটা কি হচ্ছে? আর কেনই বা হচ্ছে? এই গোছা গোছা উঠে আসা চুল যদি তার না হয়...