My Mother's Leaving Story from this temporary world to eternal peace for the calling of Almighty Allah Jalla Sanahu.
মা হারানোর বেদনা....
আজ আমি বড্ড একা!!!
পৃথিবীতে খুব কম মানুষ আছে, যারা আমাকে বুঝতে সক্ষম হবে।
ওগো মা তুমি...
এ ধরণীর শ্রেষ্ট নেয়ামত।
আমার মমতাময়ী মা এর পৃথিবী ত্যাগ! আমার জীবনের কঠিন সময়ে অপূরণীয় শূন্যতার আবির্ভাব!!
সেদিন ছিলো শুক্রবার, আমি হয়তো গভীর ঘুমে অচেতন হয়ে শোকে কাতর হয়ে এই কঠিন সত্যকে মেনে নিতে অপেক্ষায় ছিলাম।
অবুঝ মনে বড্ড অভাব অনুভব করেছি, যা প্রকাশে দারুণভাবে অপারগ! মনে আছে, তখন বিছানায় বসে নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে চিরচেনা আপন কিছু একটা হারিয়েছি ভেবে অনেক সময় অজানা ভাবনায় হারিয়ে গিয়েছিলাম।
অতঃপর গোসল করে খুব স্বাভাবিকভাবে বাসায় ফিরতে প্রশ্তুত হয়েছিলাম। আমার প্রিয় মা কে হারানো দিনের গল্প আমার জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন গল্প হয়ে স্মরণীয় হয়ে আছে।
পৃথিবীর সকল মা হারানো মানুষের প্রতি গভীর সমবেদনা জানাতে আমার এই বেদনা মাখা গল্পের অবতারণা।
"১৪ অক্টোবর, ২০২২
শুক্রবার, সকাল ৯ঃ৩০ "
সালাতুল জানাজা আছর বাদ
দাফন সম্পন্ন হয়,- ঠিক মাগরিবের আজানের পূর্ব মূহুর্তে দাফন সম্পন্ন হয়।
আমি নিজ হাতে মা কে চিরদিনের জন্য মহান রবের সাক্ষাৎ গ্রহণে মাটিতে শায়িত করি।
চিৎকার করে মহান আল্লাহর নিকট অসহায় হয়ে, দুটি হাত তুলে, মা হারানো বেদনা নিয়ে ক্ষমা ও জান্নাত লাভের জন্য দোয়া ভিক্ষা চেয়েছি।
তিনি সেই রব, যিনি কোন হৃদয় ভাঙ্গা বান্দার আর্তনাদ শুনতে দেরি করেন না। আমি তাঁর সিদ্ধান্তকে মেনে নিতে একটুও অবহেলা বা আক্ষেপ করি নাই।
মহান আল্লাহর নিকট মরহুমা আম্মাজান এর জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করি। আমিন।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।
© Khan’s areas
আজ আমি বড্ড একা!!!
পৃথিবীতে খুব কম মানুষ আছে, যারা আমাকে বুঝতে সক্ষম হবে।
ওগো মা তুমি...
এ ধরণীর শ্রেষ্ট নেয়ামত।
আমার মমতাময়ী মা এর পৃথিবী ত্যাগ! আমার জীবনের কঠিন সময়ে অপূরণীয় শূন্যতার আবির্ভাব!!
সেদিন ছিলো শুক্রবার, আমি হয়তো গভীর ঘুমে অচেতন হয়ে শোকে কাতর হয়ে এই কঠিন সত্যকে মেনে নিতে অপেক্ষায় ছিলাম।
অবুঝ মনে বড্ড অভাব অনুভব করেছি, যা প্রকাশে দারুণভাবে অপারগ! মনে আছে, তখন বিছানায় বসে নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে চিরচেনা আপন কিছু একটা হারিয়েছি ভেবে অনেক সময় অজানা ভাবনায় হারিয়ে গিয়েছিলাম।
অতঃপর গোসল করে খুব স্বাভাবিকভাবে বাসায় ফিরতে প্রশ্তুত হয়েছিলাম। আমার প্রিয় মা কে হারানো দিনের গল্প আমার জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন গল্প হয়ে স্মরণীয় হয়ে আছে।
পৃথিবীর সকল মা হারানো মানুষের প্রতি গভীর সমবেদনা জানাতে আমার এই বেদনা মাখা গল্পের অবতারণা।
"১৪ অক্টোবর, ২০২২
শুক্রবার, সকাল ৯ঃ৩০ "
সালাতুল জানাজা আছর বাদ
দাফন সম্পন্ন হয়,- ঠিক মাগরিবের আজানের পূর্ব মূহুর্তে দাফন সম্পন্ন হয়।
আমি নিজ হাতে মা কে চিরদিনের জন্য মহান রবের সাক্ষাৎ গ্রহণে মাটিতে শায়িত করি।
চিৎকার করে মহান আল্লাহর নিকট অসহায় হয়ে, দুটি হাত তুলে, মা হারানো বেদনা নিয়ে ক্ষমা ও জান্নাত লাভের জন্য দোয়া ভিক্ষা চেয়েছি।
তিনি সেই রব, যিনি কোন হৃদয় ভাঙ্গা বান্দার আর্তনাদ শুনতে দেরি করেন না। আমি তাঁর সিদ্ধান্তকে মেনে নিতে একটুও অবহেলা বা আক্ষেপ করি নাই।
মহান আল্লাহর নিকট মরহুমা আম্মাজান এর জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করি। আমিন।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।
© Khan’s areas