নীলকন্ঠের চিরকুট
* প্রায় দু’মাস ধরে পরিত্যাক্ত বাড়িটা.... সে'ই সূর্যাস্তের পরে আর ফিরতে চায়নি মন চারদেয়ালের বন্ধ অন্ধকারাচ্ছন্ন এই অচীন পৃথিবীতে। তবুও ফেরা হলো আমার, জানিনা কেন বা কীসের অমোঘ টানে !!
সকালে রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে প্রাতরাশ সেরে প্রবেশ করলাম বাড়ির মধ্যে, চারিদিক অগোছালো... দেখলাম ধুলো আর কিছু চড়ুই তাদের নিশ্চিত আস্তানা গড়েছে এখানে । প্রায় তিনটে বাজল সব সেরে খাওয়া দাওয়া করতে , ভীষণ ক্লান্ত হয়ে শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, ক্ষানিক ঢুলুঢুলু চোখ তবু দূরে বাগানে এক আশ্চর্য্যময়তা হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করল, দেখলাম কোথাও সবুজের লেশমাত্র নেই, নেই কোনও শ্যাওলার দল এই রুক্ষ মাটিতে বৈশাখের দাবদাহ শোষণ করেছে তার গভীর অন্তঃস্থল তবুও উৎফুল্লতায় পাপড়ি মেলেছে এক সুরম্য নীলকন্ঠ .....
* সবে সবে চাকরিতে জয়েন করেছি, বাড়িতে মা আর...
সকালে রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে প্রাতরাশ সেরে প্রবেশ করলাম বাড়ির মধ্যে, চারিদিক অগোছালো... দেখলাম ধুলো আর কিছু চড়ুই তাদের নিশ্চিত আস্তানা গড়েছে এখানে । প্রায় তিনটে বাজল সব সেরে খাওয়া দাওয়া করতে , ভীষণ ক্লান্ত হয়ে শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, ক্ষানিক ঢুলুঢুলু চোখ তবু দূরে বাগানে এক আশ্চর্য্যময়তা হঠাৎই আমার দৃষ্টি আকর্ষণ করল, দেখলাম কোথাও সবুজের লেশমাত্র নেই, নেই কোনও শ্যাওলার দল এই রুক্ষ মাটিতে বৈশাখের দাবদাহ শোষণ করেছে তার গভীর অন্তঃস্থল তবুও উৎফুল্লতায় পাপড়ি মেলেছে এক সুরম্য নীলকন্ঠ .....
* সবে সবে চাকরিতে জয়েন করেছি, বাড়িতে মা আর...