...

11 views

সরকারের সাহায্যে সহযোগিতা চায় সংবাদপত্রের হকার রয়েল।
তারিখঃ১৬/০৫/২০ইং
..আমরা মরবো না করোনায়,
আমরা মরবো খিদায়।
প্রিয় মাতৃভূমি কুতুবদিয়া একটি দ্বীপ এলাকা...............
প্রায় ৩৫বছর কুতুবদিয়ায় সংবাদপএ বিক্রি করে আসছিলেন আমার চাচা জনাব=মোয়াজ্জেম হোসেন।তখনকার সময়ে কোব বেশি টিভি বা অনলাইন ছিল না কুতুবদিয়ার জনগণকে সংবাদপএের মাধ্যমে দেশের খবরা-খবর পৌঁছে দিতেন।সে শারীরিক অসুস্থতার কারণে এখন সংবাদপত্র বিক্রি করতে পারছিলেন না.কিন্তুু থেমে নেই তার কর্ম।
২০১১সাল থেকে সংবাদপএের দায়িত্ব নিলাম আমি শুরু করলাম নতুন যাএা.সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।কুতুবদিয়ার সরকারি অফিস -আদালতে.বিভিন্ন ইস্কুল.কলেজ.মাদ্রাসা.গণসাস্থ্য.ব্যাংক.দোকান.এমনকি বাসা বাড়িতে সাইকেল চালিয়ে জাতীয় ও এস্থানীয় সংবাদপএের মাধ্যমে দেশের খবরা-খবর পৌঁছে দিচ্ছি পাঠকের কাছে।এমনকি বর্ষাকালে বৃষ্টিতে বিজে বিজে পাঠকের কাছে খবর পৌঁছে দিয়।
❌বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে পোরা দেশ লকডাউন হওয়ার কারণে সাগর পারাপার বন্ধ হয়ে গেছে.যার ফলে আমি সংবাদপএ আনতে পারছি না।আমি আজ ২মাস পএিকা বিক্রি করতে না পেরে অনেক কষ্টে আছি।আমি কোন সরকারী বেসরকারি সাহায্যে সংযোগিতা পাই নাই...তাই আমি কুতুবদিয়ার==UNOস্যার ওOCস্যার এবং কুতুবদিয়ার সংবাদকর্মীদের প্রতি সাহায্য সহযোগিতা করার জন্য বিনীত ভাবে আবেদন করছে।