গল্প: ছায়ার বেদনা
গল্প: ছায়ার বেদনা
ছায়া! নামটায় মাখানো যেন আলোর মায়া , তাই ছায়া যখন তার গল্প বলবে তখন কিন্তু সঙ্গে আলো এসে যাবেই কেননা আলো ছাড়া ছায়ার জন্ম কিভাবে হয় ,এটা ছায়া নিজেও অস্বীকার করেনা তা আমি জানি কেননা আমিও সর্বদা ছায়াহীন বা ছায়ামুক্ত হয়ে থাকতে পারিনা। তার কথাগুলো ছায়ার মূখ থেকেই শোনা যাক।
একদিন আমাকে ডেকে বল্ল
বাবু, আমিতো তোমাকে সেই ছোট্ট বেলা থেকেই দেখছি যখন তুমি আমায় দেখে ভীষণ ভয় পেতে। কেউ কেউ তোমার দাদা কাকারা ও অবশ্য নিজেরা তোমাকে নিয়ন্ত্রণ না করতে পেরে আমায় দেখিয়ে তোমাকে ভয় দেখাত যাতে তুমি শান্ত হয়ে বসে পড়াশুনা কর আর ওরা দিব্যি গল্পগুজব করে আনন্দ করতে পারে। এটা অন্যায় ছিল কিন্তু তোমাকে বলার তো উপায় ছিলনা কেননা তুমি তো আমায় দেখলেই ভিরমি খেতে প্রায় । একবার তোমার মনে আছে...
ছায়া! নামটায় মাখানো যেন আলোর মায়া , তাই ছায়া যখন তার গল্প বলবে তখন কিন্তু সঙ্গে আলো এসে যাবেই কেননা আলো ছাড়া ছায়ার জন্ম কিভাবে হয় ,এটা ছায়া নিজেও অস্বীকার করেনা তা আমি জানি কেননা আমিও সর্বদা ছায়াহীন বা ছায়ামুক্ত হয়ে থাকতে পারিনা। তার কথাগুলো ছায়ার মূখ থেকেই শোনা যাক।
একদিন আমাকে ডেকে বল্ল
বাবু, আমিতো তোমাকে সেই ছোট্ট বেলা থেকেই দেখছি যখন তুমি আমায় দেখে ভীষণ ভয় পেতে। কেউ কেউ তোমার দাদা কাকারা ও অবশ্য নিজেরা তোমাকে নিয়ন্ত্রণ না করতে পেরে আমায় দেখিয়ে তোমাকে ভয় দেখাত যাতে তুমি শান্ত হয়ে বসে পড়াশুনা কর আর ওরা দিব্যি গল্পগুজব করে আনন্দ করতে পারে। এটা অন্যায় ছিল কিন্তু তোমাকে বলার তো উপায় ছিলনা কেননা তুমি তো আমায় দেখলেই ভিরমি খেতে প্রায় । একবার তোমার মনে আছে...