শ্রাবণ মাসে তারকেশ্বর জল ঢালা হয় কেন??
বাংলার অন্যতম প্রাচীন মন্দির তারকেশ্বরের (Tarakeswar) এই মন্দির। প্রাচীন বাংলার চালা স্থাপত্যর নিদর্শন হিসাবে গুরুত্বপূর্ণ এই মন্দিরের তারকেশ্বরের শিব লিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে। কারন এটি স্বয়ংভু লিঙ্গ। তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি। যুক্তি গঙ্গার পলল ভূমিকে অমন পাথর মেলাও মুশকিল। এখানে শিব স্বয়ং...