...

3 views

"কাইমেরিজম"
কখনো হঠাৎ কোনো প্রয়োজনে ডিএনএ টেস্ট করানোর পরে যদি জানতে পারেন, আপনার শরীরে একজন না দুইজন মানুষের অস্তিত্ত্ব রয়েছে বা আপনার দেহের ডিএনএ সেট আপনি যার থেকে পেয়েছেন সে এ পৃথিবীতে কখনো জন্মই নেয়নি, ব্যাপারটি বিশ্বাসযোগ্য মনে হবে নাকি অদ্ভুত এটি কখনো হতেই পারে না মনে হবে?

এ ধরনের ব্যাপার আসলে সম্ভব। পৃথিবীতে ঘটা নানা ধরণের ঘটনার থেকে এর প্রমাণও পাওয়া গেছে। এমন অবস্থার নাম হলো "কাইমেরিজম"। এই ধরনের বৈশিষ্ট্য ধারণকারী ব্যক্তিকে বলা হয় কাইমেরা বা কাইমেরিক।

কাইমেরিজম সম্পর্কে অনেক বিখ্যাত ঘটনা রয়েছে। এর মধ্যে বহুল প্রচলিত একটি হচ্ছে লিডিয়া ফেয়ারচাইল্ড ও কারেন কীগারের ঘটনাটি।

২০০২ সালে আমেরিকায় একটি অদ্ভুত ঘটনা ঘটে! লিডিয়া ফেয়ারচাইল্ড নামে এক মহিলা তার স্বামীর সাথে ডিভোর্সের পর তার দুই সন্তানের দায়িত্ব নেয়ার জন্য আদালতের কাছে যান। আদালত যখন লিডিয়ার মাতৃত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে ডিএনএ টেস্ট করতে বলে তখন তার টেস্টের রেজাল্ট আসে নেগেটিভ। অর্থাৎ, ডিএনএ টেস্ট অনুযায়ী লিডিয়া যাদেরকে তার সন্তান বলে দাবি করছে তারা আসলে লিডিয়ার সন্তান নয়। আদালত তখন লিডিয়াকে প্রতারক বলে গণ্য করে এবং লিডিয়ার কাছ থেকে দুই সন্তানকে সরিয়ে নিতে নির্দেশ দেয়। এই নির্দেশের পেছনে যুক্তিসঙ্গত কারণও...