আবর্ত
* উফ !! অসহ্য ...... অসহ্য... আমি আর পারছিনা !! ঐ উচ্ছৃঙ্খল শব্দ যেন গগন ভেদি, আগ্নেয়গিরির মতো কাঁপিয়ে তুলছে ভূগর্ভ । ঐ লেলিহান সর্বগ্রাসী অগ্নির উল্লাস যেন দিগন্ত অবধি..... নানা শুধু দিগন্ত কেনো !! ওর গ্রাসে ঝলসাচ্ছে প্রকৃতির সৃষ্টি, ঝলসায় মাংস, রক্ত, মস্তিষ্ক ...। উফ !! আর পারছিনা ভীষণ যন্ত্রণা, উফ !! অসহ্য... অসহ্য....
হঠাৎই মুখের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, চোখ মেলে তাকালাম, ক্ষানিক স্তব্ধ থেকে বললাম - কী রে তৃণা, তুই এখানে ... তুই কখন এলি ?? ও একটু বিস্ময় প্রকাশ করে বলল - এলাম মানে !! আমি তো তোর সাথেই ছিলাম, বাব্বাঃ তোর যা ঘুম ... যে কাউকে পাগল করার জন্য তুই একাই যথেষ্ট বুঝলি । মনেমনে ভাবলাম তবে এতোক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম !! এত বাস্তবের কাছাকাছি কখনও স্বপ্ন হতে পারে ... যেনো সবটূকুই নির্মম সত্য, ঐ বিধ্বংসী আগুন, ঐ উচ্চস্বর, ঐ উল্লাস সবটুকু স্বপ্ন ছিলো মাত্র !! ভীষণ তেষ্টায় বুকের ভিতর পর্যন্ত শুকিয়ে গেছে একটু জল খাই, কিন্তু - এ- এ-কি আমার সারা শরীর এমন ব্যাথা কেনো ?? হাত দুটো ভীষণ যন্ত্রণা হচ্ছে ..... হঠাৎই চমকে উঠলাম, এ-এ-এ-কি আমার হাত দুটো এভাবে বীভৎস হয়ে পুড়ল কী ভাবে ...!! এখানে তো কোথাও আগুন নেই !! তাহলে ... তাহলে কি এসব ....। একরাশ প্রশ্ন মাথার ভিতরটা আমার কুরে কুরে খেতে লাগলো, তৃণা গায়ে ঠেলা দিয়ে বলে উঠল - এই তুই আবার কি ভাবতে বসলি বলতো, খাওয়া দাওয়া হবে না নাকি ... সারা রাত তো উন্মাদের মতো চিৎকার করেছিস, আর একটু পরেই তো বেরোবো নেক্সট প্রজেক্ট আছে ...। ধরফড়িয়ে উঠে পড়লাম ঠিকই, কিন্তু ! মনটা অস্থির হয়ে রইল, জলখাবার খেয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা ।
ইতিহাসের হাতছানি আমাকে তাড়িয়ে বেড়ায় সেই ছেলেবেলা থেকে, অজানার প্রতি আমার এক অমোঘ টান .... ভালোবেসে তাই ইতিহাসে অনার্স করেছি, কিন্তু পায়ের শিকল ভাঙা ছিলো অসাধ্য...
হঠাৎই মুখের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব হলো, চোখ মেলে তাকালাম, ক্ষানিক স্তব্ধ থেকে বললাম - কী রে তৃণা, তুই এখানে ... তুই কখন এলি ?? ও একটু বিস্ময় প্রকাশ করে বলল - এলাম মানে !! আমি তো তোর সাথেই ছিলাম, বাব্বাঃ তোর যা ঘুম ... যে কাউকে পাগল করার জন্য তুই একাই যথেষ্ট বুঝলি । মনেমনে ভাবলাম তবে এতোক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম !! এত বাস্তবের কাছাকাছি কখনও স্বপ্ন হতে পারে ... যেনো সবটূকুই নির্মম সত্য, ঐ বিধ্বংসী আগুন, ঐ উচ্চস্বর, ঐ উল্লাস সবটুকু স্বপ্ন ছিলো মাত্র !! ভীষণ তেষ্টায় বুকের ভিতর পর্যন্ত শুকিয়ে গেছে একটু জল খাই, কিন্তু - এ- এ-কি আমার সারা শরীর এমন ব্যাথা কেনো ?? হাত দুটো ভীষণ যন্ত্রণা হচ্ছে ..... হঠাৎই চমকে উঠলাম, এ-এ-এ-কি আমার হাত দুটো এভাবে বীভৎস হয়ে পুড়ল কী ভাবে ...!! এখানে তো কোথাও আগুন নেই !! তাহলে ... তাহলে কি এসব ....। একরাশ প্রশ্ন মাথার ভিতরটা আমার কুরে কুরে খেতে লাগলো, তৃণা গায়ে ঠেলা দিয়ে বলে উঠল - এই তুই আবার কি ভাবতে বসলি বলতো, খাওয়া দাওয়া হবে না নাকি ... সারা রাত তো উন্মাদের মতো চিৎকার করেছিস, আর একটু পরেই তো বেরোবো নেক্সট প্রজেক্ট আছে ...। ধরফড়িয়ে উঠে পড়লাম ঠিকই, কিন্তু ! মনটা অস্থির হয়ে রইল, জলখাবার খেয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়লাম আমরা ।
ইতিহাসের হাতছানি আমাকে তাড়িয়ে বেড়ায় সেই ছেলেবেলা থেকে, অজানার প্রতি আমার এক অমোঘ টান .... ভালোবেসে তাই ইতিহাসে অনার্স করেছি, কিন্তু পায়ের শিকল ভাঙা ছিলো অসাধ্য...