...

11 views

রাতের গাড়িতে সাবধান
একটা গাড়ি পাওয়ার আশায় আমি সেই নির্জন জনহীন পথে দাঁড়িয়ে রইলাম| মনে হচ্ছে সমস্ত অন্ধকার যেন আমাকে গিলতে আসছে|
এই সমস্ত ভাবছি এমন সময় দূরে দুটি ক্ষীণ অথচ তীব্র আলো দেখতে পেলাম| মনে একটু আশার উদয় হলো| সেই দুটি আলো ক্রমশ বড়ো হতে হতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো| কোনো চার চাকার গাড়ি হবে| কী আশ্চর্য! আমার কোনো কথা বলা বা ইঙ্গিত না করা সত্ত্বেও গাড়িটা আমার পাশে এসে দাঁড়ালো| দেখলাম একটা মারুতি গাড়ি, সাদা-কালো রঙের| মনে মনে ঈশ্বরকে সহস্র ধন্যবাদ দিলাম| গাড়ির ড্রাইভারকে কিছু না বলেই আমি ভিতরে ঢুকে পড়লাম|
ভিতরে ঢুকে দেখলাম গাড়িতে আর অন্য কোনো যাত্রী নেই| প্রথমে একটু অবাক ও পরে খুশি হলাম| গাড়ির ড্রাইভারের উদ্দেশ্য বললাম, " আমাকে কামিনীগঞ্জের মোড়ে নামিয়ে দেবেন দাদা, তাহলেই হবে| এখান থেকে তিরিশ মিনিটের মতো লাগবে| একটু তাড়াতাড়ি চালাবেন, রাত হয়ে গেছে তো! "
কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম| ড্রাইভার কিছু বললেন না| এতক্ষণ তাকে দেখিনি| এখন তাকিয়ে দেখলাম তাকে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না| যতটুকু দেখলাম তাতে মনে হলো তার বয়স পঁচিশের বেশি হবে না| রীতিমতো ছোকরা যুবক| বুঝলাম 'দাদা' না বললেও চলতো|