লকডাউন স্পেশাল পাবলিক রিলিফ বন্টনের ক্ষেত্রে রাজনীতিবিদদের সাহায্যের ধরণ পাল্টানো উচিত ।
বিষয়টি যথেষ্ট ভাবার। চেষ্টা করেছিলাম বিষয়টি যেন এড়িয়ে চলতে পরি। কিন্তু পারলামনা। কলম ধরতে অন্ততঃ দশবার ভাবছি ও বিচার করছি। তথাপিও সমাজের মঙ্গলের লক্ষ্যে বিষয়টিতে আলোকপাত অত্যন্ত জরুরী বলে বিবেচনা করেছি। #Covid19 প্রতিরোধ করার নিমিত্তে রাষ্ট্রীয় পর্যায়ে লক ডাউনের প্রভাবে সাধারন জনতার দুর্দশার কোন অন্ত নেই। পরিস্তিথি অনেকটা নিয়ন্ত্রনের বাইরে যাবে যাবে ভাব! সরকার দ্বিধাগ্রস্ত,তবুও পরিস্তিথি নিয়ন্ত্রনে আনার চেষ্টার কোন খামতি রাখছেনা। সরকারি বেসরকারি সংস্থাগুলি পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। অনেকে ব্যক্তিগত উদ্যোগে যার যার সামর্থ্য অনুযায়ী সাধারণ জনতার পাশে দাড়াচ্ছেন,তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। তবে বিষয়টিতে অনেকাংশে বাড়াবাড়ি পরিলক্ষিত হচ্ছে! বিশেষ করে রাজনিতীবিদদের দান খয়রাতের বিষয়টি একটি অরুচিকর পরিবেশ তৈরি করছে। সাধারণ মানুষের সামান্য চাহিদা মেটাতে অনেকাংশে রাজনিতীবিদ কেন্দ্রীক সাহায্যগুলা মানুষের নুন্যতম মর্যাদারও হানি করছে! যা মোটেই কাম্য ছিলোনা,অথচ তা আগ্রহে করা...