...

0 views

শিব নিবাস
আজ বলবো নদীয়ার শিবনিবাস মন্দিরে কথা।নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে প্রায় ২৬কিলোমিটার দূরত্বে কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যে অবস্থিত শিবনিবাস।নদিয়া থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রাম মাজদিয়া। এই গ্রামেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ এবং পূর্ব ভারতের সবচেয়ে বড় ও পুরাতন কষ্টি পাথরের শিব অবস্হিত।
1754 সালে মহারাজ কৃষ্ণচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবমন্দির শিবনিবাস।এই মন্দিরটি প্রায় আড়াইশো বছরের পুরোনো । বড়ো গৌরবময় এই রাজ রাজেশ্বর মন্দির। চূর্ণি নদী দ্বারা বিভক্ত হয়ে এই জায়গায় । শিবনিবাস চুনি বাম তীরে অবস্থিত ।

শিবনিবাসে সারা বছরই লোক যাতায়াত করলেও শিব-ভক্তরা শ্রাবণ মাসে এখানে ভিড় হয় বেশি। শ্রবানের প্রতি সোমবার নবদ্বীপের গঙ্গা থেকে জল নিয়ে ভক্তরা পায়ে হেঁটে শিবনিবাসে এসে শিবের মাথায় জল ঢালে । সারারাত ধরে লাইনে দাঁড়িয়ে ভোর থেকে জল ঢালে ভক্তরা।জল ঢালা চলে সারাদিন ধরে জল । সারা শ্রাবনমাস ধরে মেলা চলে। দূর দূরান্ত থেকে লোক সমাগম হয় শ্রাবণ মাসে।
লোক কথা অনুযায়ী...