এক ভাইয়ের আর্তনাদ
এক দাদা তার হাতে চকলেট আর একটা গিফট নিয়ে তার বোনের কাছে যাচ্ছে।বোনের কাছে গিয়ে বলছে-
দাদাঃকেমন আছিস বোন? দেখ তোর জন্য চকলেট আনছি তোর পছন্দের চকলেট।কীরে কথা বলবি না? রাগ করছিস আমার উপর তোর কাছে আসিনি তাই? বলনা কী হয়েছে?
(আসলে ছেলেটা ওর বোনের সমার্ধির কাছে গিয়ে কথা বলছে।তার বোন আর নেই।দুই বছর আগে মারা গেছে।কিন্তু ছেলেটা এখনোও ওর বোনের সাথে কথা বলতে চায়।ছেলেটার শত কাজ থাকলেও সে ওর বোনের কাছে আসতে ভোলেনা কখনো এইদিনে।সে চায় তার বোন যেন আগের মতো কথা বলে, খেলা করে।কিন্তু তার ইচ্ছা কখনো পূরণ হবে না আর কারণ তার বোনতো না ফেরার দেশে আছে তাও সে তার বোনের পথ চেয়ে আছে। আজও এসেছে এখানে)
দাদাঃবোন একবার ডাক না আমায় দাদা বলে। একবার এসে বায়না কর না ঘুরতে যাব। বল না বোন চকলেট খাব দাদা। কিরে আসবি না?আচ্ছা আমাকে যত খুশি মারিস,কিছু বলব না,রাগ করব না তোকে। ফিরে আয়না বোন আমার কাছে। তোর সাথে কখনো ঝগড়া করব না সত্যি বলছি। তোর সব কথা শুনব তোর ইচ্ছা মতো টিভি দেখতে দিব টিভির রিমোট নিব না কখনো তোর থেকে। তোকে খুব যত্ন করে রাখব তাও আসবি না? আমি তোর জন্য কাঁদতেছি আমার কষ্ট তো তুই দেখতে পারিস না।তাহলে কেনো আসতেছিস না।অভিমান করছিস আমার উপর? আচ্ছা থাক তাহলেরাগ নিয়ে।তোকে কখনো বলিনি বোন তোকে খুব ভালোবাসি বোন।অনেক ভালোবাসি। আয় না ফিরে আমার কাছে।আমার লক্ষ্মী বোন আয় না প্লিজ আমার কাছে
© story and poem
দাদাঃকেমন আছিস বোন? দেখ তোর জন্য চকলেট আনছি তোর পছন্দের চকলেট।কীরে কথা বলবি না? রাগ করছিস আমার উপর তোর কাছে আসিনি তাই? বলনা কী হয়েছে?
(আসলে ছেলেটা ওর বোনের সমার্ধির কাছে গিয়ে কথা বলছে।তার বোন আর নেই।দুই বছর আগে মারা গেছে।কিন্তু ছেলেটা এখনোও ওর বোনের সাথে কথা বলতে চায়।ছেলেটার শত কাজ থাকলেও সে ওর বোনের কাছে আসতে ভোলেনা কখনো এইদিনে।সে চায় তার বোন যেন আগের মতো কথা বলে, খেলা করে।কিন্তু তার ইচ্ছা কখনো পূরণ হবে না আর কারণ তার বোনতো না ফেরার দেশে আছে তাও সে তার বোনের পথ চেয়ে আছে। আজও এসেছে এখানে)
দাদাঃবোন একবার ডাক না আমায় দাদা বলে। একবার এসে বায়না কর না ঘুরতে যাব। বল না বোন চকলেট খাব দাদা। কিরে আসবি না?আচ্ছা আমাকে যত খুশি মারিস,কিছু বলব না,রাগ করব না তোকে। ফিরে আয়না বোন আমার কাছে। তোর সাথে কখনো ঝগড়া করব না সত্যি বলছি। তোর সব কথা শুনব তোর ইচ্ছা মতো টিভি দেখতে দিব টিভির রিমোট নিব না কখনো তোর থেকে। তোকে খুব যত্ন করে রাখব তাও আসবি না? আমি তোর জন্য কাঁদতেছি আমার কষ্ট তো তুই দেখতে পারিস না।তাহলে কেনো আসতেছিস না।অভিমান করছিস আমার উপর? আচ্ছা থাক তাহলেরাগ নিয়ে।তোকে কখনো বলিনি বোন তোকে খুব ভালোবাসি বোন।অনেক ভালোবাসি। আয় না ফিরে আমার কাছে।আমার লক্ষ্মী বোন আয় না প্লিজ আমার কাছে
© story and poem