...

5 views

পুনর্জন্ম
বৌমা তুমি কিসের ওষুধ খাও ওগুলো? এক সপ্তাহ হলো এসেছো দেখছি।

নীলা কি উত্তর দেবে ভেবে নীরব থাকে।

মাসিকের কিছু সমস্যা নাকি, ঠিক আছে বুঝেছি আর লজ্জা পেতে হবেনা।

হ্যাঁ মা ঐ আর কি।

একটু চা করে আনো তো যাই সন্ধে দি, বাবু ফিরবে এবার।

যাই মা।

নীলা গ্যাসে জল বসায়, হঠাৎ করে হাত পা কাঁপতে শুরু করে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারায়।

কি হলো বৌমা? এতো জোর আওয়াজ হলো মিনতি দেবী ছুটে এলেন রান্না ঘরে। নীলা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, কপালটা কেটে রক্ত পড়ছে।

বৌমা, চোখ খোলো।
জলের ছিটোতে জ্ঞান ফেরেনা।

হ্যাল্লো, ডক্টর রয় বলছেন। আমার বৌমা রান্নাঘরে অজ্ঞান হয়ে গেছে, যদি একটু তাড়াতাড়ি আসতে পারেন।

হমম ঠিক আছে, যাওয়ার চেষ্টা করছি।

নীলা নীলা(ধরে বিছানায় শোয়ায় রিতভ)

কতক্ষন হলো অজ্ঞান হয়েছে?

এই মিনিট কুড়ি হলো।

হম, আমি ইনজেকশন দিচ্ছি জ্ঞান ফিরে যাবে ঘন্টা দুয়েকের মধ্যে। আচ্ছা ওনার কতগুলো টেস্ট করাতে হবে আর ওষুধগুলো যেন ঠিকমতো খাওয়ানো হয়।

আচ্ছা ডাক্তারবাবু।

(চলবে)


© All Rights Reserved