...

6 views

তুমি চেয়েছো বলে ।
তুমি বলেছিলে আমার প্রতিবাদে , তোমার ফুলমণির প্রতিশোধের কথা মনে পড়ে ।
তুমি বলেছিলে আমারা একই চৌরাস্তার মোড়ে স্লোগান দেবো ।
তুমি বলেছিলে বেলা কে ছেড়ে মাধবীলতার মতো ভাবতে ।
তুমি চেয়েছিলে আমার সিঁথিতে একদিন তারার সিঁদুর রাঙ্গিয়ে দেবে ।
তুমি সেদিনো বললে খুদার কসম জান আমি ভালোবেসেছি তোমায় ।
হ্যা আমি ও জানি বিচ্ছেদ অবশ্যই হবে , তবে ফেরার পথে দুজনেই পিছন ফিরে তাকাবো ।
সেদিন দুজনের চোখের কোণ ধুলো পড়বে , অথচ আমরা হাসবো ।
কিন্তু নাহ্ তোমার মনে হয়েছে তাই ! আমি শুধু একাই লুকিয়ে বাঁচিয়ে এসেছি ।
পথের বাঁকে আজ আমি দিশে হারা ‌!!
তুমি বেশ গুছনো !
অগোছালো এখন শুধু আমি ।
#তোমারঅপেক্ষায়
#তুমিচেয়েছোবলে
#অন্তহীন

© mukta