...

3 views

পথে যেতে যেতে
১ম পর্ব
খাদ্য পরিবেশনকারিণী বিস্ফিরিত চোখে দেখছে দলা পাকানো কাগজটি৷ যেটি ভদ্রমহিলা টাকার সঙ্গে দিয়েছে৷
সাহায্য চাই,এটি পড়৷
মহিলা ততক্ষনে চলে গিয়েছেন৷
সে পড়তে থাকলো-
আমার পিছু নিয়েছে কয়েক জন৷তারা আমার সকল কিছুই নাস করার মতলবে রয়েছে৷আমি তাই এখানে খাওয়ার নাম করে ঢুকে গিয়েছি৷ওরা পালিয়ে গিয়েছে৷হয়তো আমি এখান থেকে বেরলে আবার ধাওয়া করবে৷
আমি বিশেষ কারণে পুলিশকে ফোন করতে পারছি না৷তাই তোমার সাহায্য প্রার্থী৷
সে কি করবে ভাবতে পারছে না তবুও একটা মেয়ে হয়ে আর একটা মেয়েরতো সর্বনাশ হতে দিতে পারে না৷তাই ম্যানেজারের কাছে গিয়ে বলল-আপনি অন্য কাউকে দিয়ে টেবিলটা ম্যানেজ করুন৷আমি একটু আসছি বলে কাগজট আর টাকাটা হাতে ধরিয়ে প্রায় দৌড়ে মেন গেটের কাছে থাকা দারোয়ান কে জিজ্ঞাসা করল-এক্ষুনি যে দিদিমনি বেরলেন,তিনি কোন পথে গেলেন?
দারোয়ান আঙুল দিয়ে পথ দেখালো
সে একটা ট্যাক্সি ধরে পিছু ধাওয়া করল৷
গাড়িতে বসেই সে ড্রাইভার কে বলে দিয়েছে তুমি যত জোরে পারো গাড়ি চালাও৷
কিছু বিপদ ম্যাডাম?
হ্যাঁ,তোমাকে পরে বলছি,তুমি এখন গাড়িটা জোরে চালাও৷
ড্রাইভার সিগন্যাল বাঁচিয়ে যতটা দ্রূত সম্ভব চালাতে থাকল৷
বেশ কিছু টা পথ যাওয়ার পর একটা সময় গাড়িটা কে দেখতে পেল৷
ততক্ষনে চিঠিতে লেখা ঘটনার হুবহু মিল ঘটে গিয়েছে৷
মেয়েটির গাড়িটিকে ধাওয়া করে টোকা দিয়ে দিয়ে থামানোর চেষ্টা করে চলেছে অবিরত৷
একটা সময় ওই গাড়ি দুটি একটা পুরানো পরিত্যাক্ত মিলের কাছে গিয়ে থামলো৷
সে ড্রাইভার কে গাড়িটা ওদের আড়ালে দাঁড় করাতে বলল৷
ড্রাইভার একটু দুরে গাড়িটা দাঁড় করালো৷
তারা দু'জনে দেখলো-লোকগুলো মেয়েটাকে ধরে টানতে টানতে ওই কারখানার মধ্যে নিয়ে যাচ্ছে৷
সে গাড়ির দরজা খুলে বেরতে যাবে-
ড্রাইভার বলল-এই ঝামেলায় যাওটা কী জরুরী ম্যাডাম?

© ক্ষুধার্ত