...

8 views

সংস্কৃতি কি চায়?
সংস্কৃতি কি চায়?
নাজিয়া তুল ফাতাহ
মোরা বাংলায় কথা কই
বাংলায় বাধি সুর- সপ্ন
করি বাংলায় উচ্ছাস।
তবে আজ কেন? অন্য দেশের স্পর্শে, সংস্কৃতির চাপে
কাহিল আজ বাংগালী!
কেনো আজ বোকা হয়ে যাচ্ছে নিরীহ,
সেই সংগ্রামী, সাহসী, নির্ভিক বাংলী!
যুগের সাথে তাল মিলিয়ে চলা মানে তো
নয়, পাখি-কিরনমালা ড্রেস না পেয়ে
আত্মহত্যা করা সেই মেয়েদের লাশ!
সংস্কৃতি বাচতে শেখায়, নতুন উদ্দীপনা
নতুন জাগরনী সুর বাজিয়ে
বাংলার মেঠো পথে হেটে চলা।
কিন্তু, শয়তানের বাক্স টেলিভিশন?
সে এক আধুনিক সমস্যা!
তরুন প্রজন্মকে দিচ্ছে সে ধ্বংসের, প্রয়াস আর তৈরি করছে কত শত
মানসিক ভাইরাস!
স্বচ্ছ সংস্কৃতি চায়, কলহ নয় বিবাদ নয়
ভ্রান্ত নয়, নির্জিব নয়।
পাবো কি আমরা সৎ ভাবে,
নামাজ পরতে, ইবাদাত করতে!