বৃক্ষকাহিনী পর্ব ২
কুড়ুলধারীদের মধ্যে একজন বলল,ব্যাপারটা সম্বন্ধে একটু জানা দরকার। ঠিক কোন গাছের থেকে এসব হচ্ছে সেইটা জানতে হবে।তাই না?
---তুই ঠিক বলেছিস।ব্যাপারটা একদম সুবিধার ঠেকছে না।ভাই তুই বল তো কোন গাছটার থেকে এসব হল?
দ্বিতীয় ভুক্তভোগী তখন কাঁপা কাঁপা গলায় অঙ্গুলী নির্দেশ করল একটি বটবৃক্ষের দিকে।সবাই ভীত সন্ত্রস্ত পায়ে ধীরগতিতে বটবৃক্ষটির দিকে অল্প এগোল।এবার প্রথম ভুক্তভোগী চেঁচিয়ে উঠল।
"আরে,ওই তো পেয়েছি আমার গামছাখানা।আরে এই গাছটা কি করে এমন করবে!এই গাছটায় যখন কাল আমি কুড়ুল মারতে যাব তখন উল্টোদিক হতে আরেকটা গাছ এসে এমনটা করছিল।এইবার আমার মনে পড়েছে বলে সে ছয় হাত দূরের বটবৃক্ষের দিকে...
---তুই ঠিক বলেছিস।ব্যাপারটা একদম সুবিধার ঠেকছে না।ভাই তুই বল তো কোন গাছটার থেকে এসব হল?
দ্বিতীয় ভুক্তভোগী তখন কাঁপা কাঁপা গলায় অঙ্গুলী নির্দেশ করল একটি বটবৃক্ষের দিকে।সবাই ভীত সন্ত্রস্ত পায়ে ধীরগতিতে বটবৃক্ষটির দিকে অল্প এগোল।এবার প্রথম ভুক্তভোগী চেঁচিয়ে উঠল।
"আরে,ওই তো পেয়েছি আমার গামছাখানা।আরে এই গাছটা কি করে এমন করবে!এই গাছটায় যখন কাল আমি কুড়ুল মারতে যাব তখন উল্টোদিক হতে আরেকটা গাছ এসে এমনটা করছিল।এইবার আমার মনে পড়েছে বলে সে ছয় হাত দূরের বটবৃক্ষের দিকে...