...

0 views

A Writing of Papia Roy (Part 2)
মা আর মায়ের মতন
ছোটবেলায় মা বলতো, এখন তো বুঝবি না হলেই বুঝবি মা হলেই বুঝতে পারবি মা বাবা কি হয়। কথাটা সত্য দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কতজন বুঝি?🤔
বিয়ের আগে কত বায়না
কত রাগ অভিমান সব মায়ের উপর। মা বলতো যা না শ্বশুর বাড়ি পরের হাঁড়ির ভাত খাওয়ার মজাটা বুঝবি 😄
সত্যিই এখন বুঝতে পারি,
প্রথম প্রথম সবজি কাটতে গিয়ে প্রায়ই হাত কেটে যেত। কেউ কাছে এসে আঙুলটা বেঁধে দেবার নেই।
তখন খুব মায়ের কথা মনে পড়ে, মাকে দেখতাম আমার থেকে বেশি চেঁচাতো। কতটা কেটে গেল এমনি শরীরে রক্ত নেই যেটুকু আছে তাও গেল। আঙুলটা বেঁধে দিতো 🥺, ভাত মেখে...