...

22 views

বাসনা
[১]
আকাশের মেঘ তখনও কাটেনি।সরু বাঁশের কন্চি দিয়ে কিছুক্ষন মাটির ক্লেদাক্ততা পরিক্ষা করে তারপর সেটাকে ছুঁড়ে দিল লক্ষহীন ভাবে।খানিক্ষন এদিক-ওদিক ঘুরে তার ক্লান্ত দুই পা-কে একটু বিশ্রামের অনুমতি দিয়ে বসে পরল ঘাটের সিঁড়িতে।
* * * * *
শহরের এক ধনী পরিবার হিসাবে খ‍্যাত সহদেব গাঙ্গুলির পুরানো আমলের বাড়িটিতে জন্ম নিল এক শিশুকন‍্যা।বংশে পাঁচ পুএ সন্তানের পর এই প্রথম কন‍্যা সন্তানের আগমনে সবাই বেশ খুশি।খুব ধুমধাম করে পালন করা হল দিনটি।শিশুর পিতা সহদেব আদর করে নাম রাখলেন স্রোতশ্বীনি।অতি আদর যত্নে বড় হতে থাকল ছোট্টো স্রতশ্বীনি।

দুবছর পরের কথা,একদিন সহদেবের স্ত্রী গৌরি কি একটা কাজ সেরে যেন বাড়ি ফিরছিল,ও বাড়ির এক বৃদ্ধা,বোধহয় তাকেই উদ্দেশ্য করে বলছিলেন,"সত‍্যি দেখো দেখি ওই অভাগী মেয়েটি নিয়ে কি করবে গৌরি,কোনো কম্মেই তো লাগবে না।"হ‍্যাঁ জন্মের পাঁচমাস বয়স থেকেই স্রোতশ্বীনির নামের আগে অভাগী শব্দটি জুরে গিয়েছিল,হয়ত তার অন্ধত্বের কারনেই। গৌরি হাঁটা দেয় বাড়ির পথে।




এটা একটা উপন‍্যাস..লেখার চেষ্টায়ে আছি আর কি...জানি আমার খামখেয়ালিপনার জন‍্য শেষ করে উঠতে পারব কি না।